1/5
2/5
Hero Xtreme 160R-এ থাকছে সিঙ্গেল-সিলিন্ডার, এয়াক-কুলড BS6 ইঞ্জিন। থাকছে Hero-র Xsens টেকনোলজি ও প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন। ৮,৫০০ RPM-এ ১৫bhp শক্তির ক্ষমতাসম্পন্ন এই ইঞ্জিন। ০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা- ৪.৭ সেকেন্ডে। ওজন ১৩৮.৮ কেজি। টপ স্পিড বা ফুয়েল ইকোনমির টেস্ট রেজাল্ট এখনও জানা যায়নি। তবে, এই সেগমেন্টের অন্যান্য মোটরসাইকেলের মতোই হবে বলে মনে করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/5
4/5
ভারতের বাজারে ১৬০ সিসি সেগমেন্টে নেকেড বাইক বেশি জনপ্রিয়। Hero Xtreme 160R-এ স্পোর্টি নেকেড লুক রাখা হয়েছে। বিশেষত এই সেগমেন্টে ফুল এলইডি হেডল্যাম্প প্রথম হিরোই আনল। হেডল্যাম্পের ক্ষেত্রে Pulser NS 160 বা Apache 160 4V-এর সঙ্গে সাদৃশ্য আছে। তবে, সেক্ষেত্রেও ডিজাইন আকর্ষণীয়। প্রাথমিকভাবে ছবি অনুযায়ী ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে এক রঙের প্যানেলের জন্য বাইকের স্পোর্টি লুক কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। অনেকটা কমিউটার বাইক ফিল এসে যাচ্ছে শুধু এই লম্বা প্যানেলটার জন্য।
5/5
photos