কাজ সহজ ছিল না! অজিদের রক্তচক্ষু এড়িয়ে কীভাবে জয় ছিনিয়ে নিল Team India,দেখুন

Jan 19, 2021, 14:48 PM IST
1/12

ব্রিসবেনে জোস হেজেলউডের বলে মিড অফে ড্রাইভ ঋষভ পন্থের। বল বাউন্ডারি ছুঁতেই ডনের দেশে ঐতিহাসিক টেস্ট জয় টিম ইন্ডিয়ার।

2/12

বাউন্ডারির বাইরে তখন রাহানে, সিরাজ, শর্দুলরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গাব্বায় জেতার সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে গেলেন সবাই।

3/12

শুভমান গিলের ৯১, পূজারার ৫৬ ভরসা দিয়েছিল। পন্থের অপরাজিত ৮৯ রানের দাপুটে ইনিংসে জয় ভারতের।

4/12

শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নায়ক তখন ঋষভ পন্থ। সিরাজ তাঁকে জড়িয়ে ধরলেন।

5/12

ব্রিসবেন গাব্বা মানেই অজিদুর্গ। ১৯৮৮ সালের পর এখানে যে আর টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সেখানেই তেরঙ্গা ওড়াল আনকোরা টিম ইন্ডিয়া।  

6/12

২০১৮-১৯ মরসুমে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে ডনের দেশে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। এবার স্মিথ-ওয়ার্নার সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন রাহানের টিম ইন্ডিয়া।  

7/12

অ্যাডিলেডে প্রথম টেস্টে হার। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউটের লজ্জা নিয়ে দেশে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি।

8/12

০-১ এ টেস্ট সিরিজে পিছিয়ে থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় রাহানের ভারত।

9/12

সিডনিতে ড্র যেন ছিল জয়েরই সমান। শেষ দিনে দাঁতে দাঁত চেপে লড়াই করে টেস্ট ম্যাচ বাঁচায় চোট জর্জরিত অশ্বিন-বিহারী।  

10/12

গাব্বায় সিরিজের শেষ টেস্টে শেষ দিনে অজিদের কফিনে শেষ পেরেক পুঁতে দিল টিম ইন্ডিয়া। অজিদের ডেরায় কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিলেন পূজারা, পন্থ, রাহানেরা।

11/12

চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়ার সাতজন  ক্রিকেটারকে ছাড়াই টেস্ট জয় রাহানের দলের।  

12/12

২-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি টেস্ট ক্রম তালিকায় দু নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পয়েন্ট এবং জয়ের শতাংশ হিসেবে এক নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া।