আয়করদাতাদের জন্য সুখবর, TDS-TCS এর হার অনেকটাই কম করল কেন্দ্র

May 13, 2020, 20:05 PM IST
1/5

1

1

প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজের ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে একাধিক আর্থিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এতে রয়েছে আয়করদাতাদের জন্য সুখবর।

2/5

2

2

আয়করদাতাদের হাতে কিছুটা বেশি টাকা দিতে টিডিএস ও টিসিএস এর হার কম করল সরকার।

3/5

3

3

সীতারমন ঘোষণা করেন, আগে যে টিডিএস কাটা হতো এখন তার থেকে ২৫ শতাংশ কম কাটা হবে। এই ব্যবস্থা চালু থাকবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত।

4/5

4

4

কনট্রাক্ট, প্রফেশনাল ফি, সুদ, বাড়িভাড়া, ডিভিডেন্ট, কমিশন, ব্রোকারির ক্ষেত্রেও এই হার লাগু হবে।

5/5

5

5

টিডিএস, টিসিএসের হার কম করার ফলে জনতার হাতে ৫০,০০০ কোটি টাকা আসবে বলে দাবি করেন অর্থমন্ত্রী।