Kaushiki Amavasya 2024: কৌশিকীতে তারাপীঠ তো জমজমাট, কিন্তু এই পীঠের দেবী কি হিন্দু? জানুন, মা তারার অজানা রহস্য...
Tara Devi Mystery in Kaushiki Amavasya: তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলে। এদিন এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং বিশ্বাস, সাধক ইচ্ছেমতো শক্তিসাধনার মধ্যে দিয়ে সিদ্ধিলাভ করতে পারেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ রবিবার থেকেই পড়ে যাচ্ছে অমাবস্যা। ছাড়ছে মঙ্গলবার। কৌশিকী অমাবস্যা। এ এমন এক অমাবস্যা, যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তেরা-- মাতৃভক্তেরা, কালীভক্তেরা, তারাভক্তেরা। এ বছরও যথারীতি দিনটির জন্য ভক্তেরা অপেক্ষা করে আছেন। তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয়। এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস যে, সাধক নিজের ইচ্ছে মতো শক্তিসাধনার মধ্যে দিয়ে এদিন সিদ্ধিলাভ করতে পারেন।
1/6
তারা-যোগ
2/6
নানা তারা
photos
TRENDING NOW
3/6
কে এই তারা?
4/6
ব্রহ্মজটা, উগ্রতারা, নীল সরস্বতী
দেবী কালিকার দশমহাবিদ্যা রূপের অন্যতম রূপ তারা। বামা কালীর মতো তিনি বাম পা শিবের বুকে রেখে দণ্ডায়মান। দেবী অবশ্য খর্বা, লম্বোদরী, ব্যাঘ্রচর্ম পরিহিতা। চতুর্ভুজা-- খড়্গ, কর্তৃকা, নীল পদ্ম ও সমুন্ড খর্পর। দেবী পিঙ্গলবর্ণা, একজটাধারিণী। ত্রিনয়না, করালবদনা, হাস্যমুখী, ভীষণদন্তা। বিশ্বব্যাপী জলের মধ্যে শ্বেত পদ্মের উপর অবস্থিতা। দেবীর পুজো তিন ভাবে-- ব্রহ্মজটা, উগ্রতারা, নীল সরস্বতী।
5/6
বশিষ্ঠ মুনি
পুরাণে বর্ণিত চোলা হ্রদে এই দেবীর সৃষ্টি। চোলা হ্রদ কোনটি? সেই হ্রদ আজকের বঙ্গোপসাগর। এই দেবীর প্রথম সাধক বশিষ্ঠ মুনি। এখনকার তারা দেবীর মূর্তি এবং বশিষ্ঠদেবের কল্পিত বা দর্শিত তারা-মূর্তিতে ভিন্নতা আছে। বশিষ্ঠদেবের বর্ণনায় বলা হয়েছে, দেবী দ্বিভুজা, সর্পময় যজ্ঞোপবীতভূষিতা। বাম কোলে স্বয়ং মহাদেব, পুত্ররূপে। সমুদ্রমন্থনে হলাহল পানে শিব যখন নীলকণ্ঠ হয়ে বিষের জ্বালায় জর্জরিত, তখন মাতৃরূপে দেবী তাঁর স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন দেবাদিদেবকে।
6/6
বৌদ্ধ কালী?
যাই হোক, কালী পুজোর রাতে এই তারা দেবীকে কালী রূপে পুজো করা হয়। কিন্তু তাতে তারার পরিচয় কি কিছু স্পষ্ট হল? ঐতিহাসিক নীহাররঞ্জন রায় তাঁর বাঙ্গালির ইতিহাস (আদি পর্ব) গ্রন্থে লিখেছেন, বৌদ্ধ তারা দেবী তো ব্রাহ্মণ্য আয়তনে (ধর্মে) কালী দুর্গার অন্য নাম। বিভিন্ন গবেষকেরাও তন্ত্রের আলোচনা করতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গে লিখেছেন, তারা বৌদ্ধতন্ত্রের দেবী। হিন্দুরা তারাদেবীকে দশমহাবিদ্যায় স্থান দিয়ে আত্মসাৎ করেছে। সেই হিসেবে তারা দেবী হিন্দু দেবী নন, তিনি বৌদ্ধ দেবী।
photos