নিজস্ব প্রতিবেদন: তাপস পালের গলফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হল অভিনেতার দেহ। তাঁকে শেষবার দেখতে মধ্যরাতেও ভিড় প্রচুর মানুষের। বুধবার তাঁর শেষকৃত্য। তাপস পালের শেষকৃত্যে মমতা থাকবেন? রাষ্ট্রীয় মর্যাদায় কি শেষকৃত্য? জবাব দেননি অরূপবাবু।
2/7
রাত ৯ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় অভিনেতা তথা তৃণমূলের দুই বারের সাংসদ তাপস পালের কফিনবন্দি দেহ।
photos
TRENDING NOW
3/7
ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয় অভিনেতা তাপস পালের নিথর দেহ। ওই বিমানেই আসেন তাঁর স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে।
4/7
কলকাতা বিমানবন্দরে অভিনেতা তাপস পালকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিই তদারকি করেন।
5/7
রাতে কফিনবন্দি দেহ পৌঁছয় অভিনেতার বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় থেকে পড়শিরা। বাইরে ভিড় জমান প্রচুর মানুষ।
6/7
বুধবার সকাল ১১ টা নাগাদ রবীন্দ্র সদন নিয়ে যাওয়া হবে। তারপর সম্পন্ন শেষকৃত্য সম্পন্ন করা হবে।
7/7
মঙ্গলবার ভোরে বান্দ্রার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাপস পালের। দীর্ঘদিন তিনি স্নায়ুরোগে ভুগছিলেন। চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ করে দেয় হৃদরোগ।