তৃণমূলের 'জয় বাংলা'র নতুন কৌশলে দলীয় ভবনে ছবিতে আলোকিত বাংলার মনিষীরা

Jun 08, 2019, 00:05 AM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটে ধাক্কার পর 'বাংলা ও বাঙালিয়ানা'কে হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির 'জয় শ্রী রাম' ধ্বনি উত্তর ভারতের সংস্কৃতি বলে তোপও দেগেছেন। 

2/4

পরিবর্তে তৃণমূলের নেতা-কর্মীদের জয় বাংলা ও জয় হিন্দ স্লোগান ব্যবহারের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছে তৃণমূল। 

3/4

জয় শ্রী রামের পাল্টা তৃণমূল কর্মীরা বিজেপি নেতা জয় বাংলা বা জয় হিন্দ বার্তা পাঠাচ্ছেন।  

4/4

নয়া কৌশলেই এবার তৃণমূল ভবন সেজে উঠল বাংলার মনিষীদের ছবিতে। মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দ থেকে ঋষি অরবিন্দের ছবি জ্বলজ্বল করছে দেওয়ালে।