বাদ অশোক দিন্দা! বাংলা দলে চমক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নায়ক রবিকান্ত সিং

Nov 03, 2019, 10:26 AM IST
1/5

বাংলা দলে রবিকান্ত সিং

বাংলা দলে রবিকান্ত সিং

১১তম সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য বাংলা দল ঘোষণা করা হল। সুদীপ চ্যাটার্জি , অশোক দিন্দা , অনুষ্টুপ মজুমদারদের মতো ক্রিকেটাররা এবারের দলে জায়গা পাননি। এবারের বাংলা দলে চমক ২০১২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত বোলিং পারফরম্যান্স করা রবিকান্ত সিং।

2/5

বাংলা দলে রবিকান্ত সিং

বাংলা দলে রবিকান্ত সিং

৮ নভেম্বর থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০। প্রায় তিন বছর পর বাংলা দলে ফিরলেন দেবব্রত দাস। তবে এখন সব থেকে বেশি আলোচনা  হচ্ছে পেসার রবিকান্ত সিংকে নিয়ে।

3/5

বাংলা দলে রবিকান্ত সিং

বাংলা দলে রবিকান্ত সিং

২০১২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন হুগলির কোন্নগরের রবিকান্ত সিং। তার পর ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুরন্ত পারফরম্যান্স করেছেন ভবানীপুর ক্লাবের হয়ে। 

4/5

বাংলা দলে রবিকান্ত সিং

বাংলা দলে রবিকান্ত সিং

২০১২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ডের মতো দলগুলির বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন রবিকান্ত সিং। তবে তার পর আর সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা যায়নি। 

5/5

বাংলা দলে রবিকান্ত সিং

বাংলা দলে রবিকান্ত সিং

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ, শ্রীবত্স গোস্বামী, অভিষেক রমন, বিবেক সিং, মনোজ তিওয়ারি, অগ্নিভ পান, দেবব্রত দাস, ঋত্বিক রায়চৌধুরি, অয়ন ভট্টাচার্য, ঋত্বিক চট্টোপাধ্যায়, অর্ণব নন্দী, শাহবাজ আহমেদ, আকাশ দ্বীপ, রবিকান্ত সিং, সায়ন ঘোষ, ঈশান পোড়েল।