'আপনা সিক্কা চলেগা', আরবিআই-র ২০ টাকার নতুন কয়েনের নকশা এই তরুণের
Dec 02, 2020, 21:06 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: হিন্দিতে একটা কথার খুব চল আছে, 'এক দিন আপনা সিক্কা দেশ মে চলেগা'। সেটাই সত্যি করে দেখালেন ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলার স্বপ্নিল। তাঁর ডিজাইন করা ২০ টাকার কয়েনই চালু হতে চলেছে দেশে।
2/5
অতিসম্প্রতি ২০ টাকার কয়েন জারি করেছে আরবিআই। কয়েনের ডিজাইন করেছেন ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলার স্বপ্নিল। কয়েনের ডিজাইন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল আরবিআই।
photos
TRENDING NOW
3/5
দেশজুড়ে বহু নকশা জমা পড়েছিল। তার মধ্যে থেকে অহমেদাবাদের ন্যশনাল ইনস্টিটিউট অব ডিজাইনিংয়ের ছাত্র স্বপ্নিলের নকশাটি বেছে নেয় আরবিআই।
4/5
কৃষিপ্রধান ভারতের ছবি উঠে এসেছে স্বপ্নিলের কয়েনে। ব্যবহৃত হয়েছে কপার ও নিকেল। দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরাও সহজেই সনাক্ত করতে পারবেন। কয়েনের পিছনে অশোক স্তম্ভ। ইংরেজি ও হিন্দিতে লেখা 'ভারত'।
5/5
স্বপ্নিলের বাবা শুল্ক দফতরের গাড়ির চালক ছিলেন। চাকরি থেকে অবসর নিয়েছেন। কয়েনটি ডিজাইনের জন্য স্বপ্নিল পেয়েছেন ১ লক্ষ টাকা পুরস্কার।