পুলিসের জালে ভয়ানক হামলার ছক কষা ISIS জঙ্গি, মিলল বিস্ফোরক ও পিস্তল

Aug 22, 2020, 12:05 PM IST
1/5

শুক্রবার গভীর রাতে রিজ রোড এলাকায় সংক্ষিপ্ত সংঘর্ষের পর এক সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেফতার করল পুলিস। আবদুল ইউসুফ খান নামের ওই ধৃতের কাছ থেকে দুটি আইডি বিস্ফোরকও উদ্ধার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। মিলেছে একটি পিস্তলও।

2/5

দিল্লি পুলিসের স্পেশাল সেলের ডিএসপি প্রমোদ সিং কুওয়াহা জানান, পুলিসকে দেখেই গুলি চালাতে শুরু করে ওই আইএসআইএস এজেন্ট। পাল্টা গুলি চালায় পুলিসও। প্রায় ৬ রাউন্ড গুলি বিনিময়ের পর তাকে পাকড়াও করে পুলিস। তার পিস্তলও বাজেয়াপ্ত করা হয়।  ছবি : প্রতীকি

3/5

লক্ষ্য ছিল একটাই। দেশের রাজধানীতে মারাত্মক হামলা। সেই উদ্দেশ্যে বোমাও তৈরি ছিল। আইএসআইএস-এর পরিকল্পনামাফিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও জোগাড় করছিল সে। গোপন সূত্র খবর পৌঁছয় দিল্লি পুলিসের গোয়েন্দাদের কাছে। বেশ কয়েকমাস ধরে তার উপরে চলে নজরদারি। শেষমেশ সুযোগ আসতেই তাকে পাকড়াও করতে পৌঁছয় স্পেশাল সেলের সশস্ত্র বাহিনী। ছবি : প্রতীকি

4/5

পুলিস সূত্রে খবর, ধৃত আবদুল ইউসুফ খান উত্তরপ্রদেশের বাসিন্দা। তার দিল্লিতে হামলার পরিকল্পনা জানার পর থেকেই তার উপর নজর রাখছিলেন দিল্লি পুলিসের গোয়েন্দারা। শুক্রবার তাকে ফাঁদ পেতে ডেকে আনা হয় দিল্লিতে ধৌলা কুয়া ও করোলবাগের মাঝে রিজ রোড এলাকায়। এরপরেই হাতেনাতে পাকড়াও হয় আইএসআইএস জঙ্গি আবদুল ইউসুফ খান।

5/5

সম্প্রতি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয় বেঙ্গালুরুর চক্ষু বিশেষজ্ঞ। আবদুর রহমান নামের ওই চিকিত্সকের বিরুদ্ধে সিরিয়া গিয়ে আইএসআইএস জঙ্গিদের চিকিত্সা ও অস্ত্রের বিষয়ে সাহায্য করার অভিযোগ এনেছে এনআইএ। দেশে বসেও জঙ্গি কার্যকলাপ চালাত ওই চিকিত্সক।