1/5
2/5
photos
TRENDING NOW
3/5
লক্ষ্য ছিল একটাই। দেশের রাজধানীতে মারাত্মক হামলা। সেই উদ্দেশ্যে বোমাও তৈরি ছিল। আইএসআইএস-এর পরিকল্পনামাফিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও জোগাড় করছিল সে। গোপন সূত্র খবর পৌঁছয় দিল্লি পুলিসের গোয়েন্দাদের কাছে। বেশ কয়েকমাস ধরে তার উপরে চলে নজরদারি। শেষমেশ সুযোগ আসতেই তাকে পাকড়াও করতে পৌঁছয় স্পেশাল সেলের সশস্ত্র বাহিনী। ছবি : প্রতীকি
4/5
পুলিস সূত্রে খবর, ধৃত আবদুল ইউসুফ খান উত্তরপ্রদেশের বাসিন্দা। তার দিল্লিতে হামলার পরিকল্পনা জানার পর থেকেই তার উপর নজর রাখছিলেন দিল্লি পুলিসের গোয়েন্দারা। শুক্রবার তাকে ফাঁদ পেতে ডেকে আনা হয় দিল্লিতে ধৌলা কুয়া ও করোলবাগের মাঝে রিজ রোড এলাকায়। এরপরেই হাতেনাতে পাকড়াও হয় আইএসআইএস জঙ্গি আবদুল ইউসুফ খান।
5/5
photos