সুশান্ত কেন আত্মহত্যা করলেন! সিবিআই তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সুব্রহ্মনম সামির

Jul 15, 2020, 18:30 PM IST
1/6

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ার পর ফের শোরগোল শুরু হয়েছে

2/6

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক, এই দাবিতেই সরব হচ্ছেন তাঁর অনুগামীরা। বিষয়টি নিয়ে সরকারের তরফে কোনও মন্তব্য করা না হলেও, বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সরব হয়েছেন সিবিআই তদন্তে দাবিতে  

3/6

রূপা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি সুব্রহ্মনম সামিও সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করে সরব হয়েছেন 

4/6

এবার সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হন সুব্রহ্মনম সামি। শুধু তাই নয়, প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠিও পাঠান বিজেপি নেতা 

5/6

সুশান্তের মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদী যাতে সিবিআই তদন্তের নির্দেশ দেন, সে বিষয়ে সরব হয়েছেন সামি 

6/6

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে মুম্বই পুলিস। শিগগিরই মুম্বই পুলিসের তরফে এ বিষয়ে রিপোর্ট পেশ করা হবে বলে খবর।  সুশান্তের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করে তেমন সন্দেহজনক কিছু উঠে আসেনি বলেই পুলিসের তরফে জানানো হতে পারে। কিনতু মুম্বই পুলিসের তদন্তে বিশ্বাস করছেন না নেট জনতার একাংশ।  তাঁরাই সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে বার বার সরব হতে শুরু করেছেন