1/6
গতবছরই ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন যে বলিউড তারকারা করেন, তাঁদের একহাত নিয়েছিলেন অভয় দেওল। তথ্য অনুযায়ী খুব সম্প্রতি সুশান্ত সিং রাজপুতকে 'ফেয়ারনেস ক্রিম'-এর বিজ্ঞাপন করার জন্য ১৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সুশান্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিন বছরের এই চুক্তিতে সুশান্তকে মোট ৬টি বিজ্ঞাপন করার কথা বলা হয়েছিল। তবে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর কথায়, তিনি ত্বকের রং নিয়ে প্রচারে বিশ্বাস করেন না।
2/6
photos
TRENDING NOW
3/6
শোনা যায়, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার জন্য কঙ্গনাকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি। কঙ্গনা বলেন, ''আমি ছোট থেকেই এই ফর্সা হওয়ার তত্ত্বটা ঠিক বুঝতাম না। আমি বরাবরই এমন কিছু করতে চেয়েছিলাম, যেটা তরুণদের কাছে উদাহরণ হয়ে থেকে যায়। তাই এই বিজ্ঞাপনের প্রস্তাব ফেরানো নিয়ে আমার কোনও আফসোস নেই। পাবলিক ফিগার হিসাবে আমার কিছু দায়িত্ব আছে।''
4/6
5/6
6/6
আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনায় ভারতের ফর্সা হওয়ার পন্যগুলি সম্পর্কে প্রশ্ন করা হলে কালকি কেঁকলা বলেন, ''আমি মনে করি না যে ফর্সা হওয়ার মধ্যে খারাপ কিছু আছে। এটা দেশের একটা আবেগে পরিণত হয়ে গিয়েছে, যে আমরা সৌন্দর্যের সন্ধান করি। তবে শ্যামবর্না, গায়ের রং কালো এমন অনেক সুন্দর লোকও রয়েছেন, সেটাও উদযাপন করা উচিত। যদি এমন কোনও পন্য থাকতো, যেটি আমাকে শ্যামবর্ণা করে তুলবে, তাহলে সেটিও ব্যবহার করতে আমি পছন্দ করতাম। তবে আমি কোনও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করি না, বরং এমন কোনও ক্রিম যেটা আমাকে তারুণ্যে ভরপুর করে তুলবে, সেটা আমি পছন্দ করি।''
photos