কোটি টাকার 'ফেয়ারনেস ক্রিম'-এর বিজ্ঞাপন ফিরিয়েছিলেন সুশান্ত, তালিকায় আছেন আরও অনেকেই

Jun 27, 2020, 13:28 PM IST
1/6

গতবছরই ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন যে বলিউড তারকারা করেন, তাঁদের একহাত নিয়েছিলেন অভয় দেওল। তথ্য অনুযায়ী খুব সম্প্রতি সুশান্ত সিং রাজপুতকে 'ফেয়ারনেস ক্রিম'-এর বিজ্ঞাপন করার জন্য ১৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সুশান্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিন বছরের এই চুক্তিতে সুশান্তকে মোট ৬টি বিজ্ঞাপন করার কথা বলা হয়েছিল। তবে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর কথায়, তিনি ত্বকের রং নিয়ে প্রচারে বিশ্বাস করেন না।

2/6

২০১১ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার প্রস্তাব যায় রণবীর কাপুরের কাছে, তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর কথায়, এধরনের বিজ্ঞপন বর্ণবিদ্বেষ ছড়ায়।

3/6

শোনা যায়, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার জন্য কঙ্গনাকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি। কঙ্গনা বলেন, ''আমি ছোট থেকেই এই ফর্সা হওয়ার তত্ত্বটা ঠিক বুঝতাম না। আমি বরাবরই এমন কিছু করতে চেয়েছিলাম, যেটা তরুণদের কাছে উদাহরণ হয়ে থেকে যায়। তাই এই বিজ্ঞাপনের প্রস্তাব ফেরানো নিয়ে আমার কোনও আফসোস নেই। পাবলিক ফিগার হিসাবে আমার কিছু দায়িত্ব আছে।''

4/6

২০১৫ সালে স্বরা ভাস্কর একটি ফেসারনেস ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়। যেখানে ত্বকের রং হালকা করার কথা বলা হবে। স্বরা সেই বিজ্ঞপন ফিরিয়ে দেন। স্বরার কথায়, ''আমার কাছে, আমি যেমন, তেমনই থাকতে চাই, সেটাই সৌন্দর্য।''

5/6

রণদীপ হুদাকেও পুরুষদের ফর্সা হওয়ার পন্যের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, আমার ফর্সা হওয়া নিয়ে কোনও আগ্রহ নেই, পুরুষদের লম্বা, শ্যামবর্ণ ও সুদর্শন হওয়ার পক্ষে। শেষপর্যন্ত মোটা টাকার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন ফিরিয়ে দেন রণদীপ।

6/6

আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনায় ভারতের ফর্সা হওয়ার পন্যগুলি সম্পর্কে প্রশ্ন করা হলে কালকি কেঁকলা বলেন, ''আমি মনে করি না যে ফর্সা হওয়ার মধ্যে খারাপ কিছু আছে। এটা দেশের একটা আবেগে পরিণত হয়ে গিয়েছে, যে আমরা সৌন্দর্যের সন্ধান করি। তবে শ্যামবর্না, গায়ের রং কালো এমন অনেক সুন্দর লোকও রয়েছেন, সেটাও উদযাপন করা উচিত। যদি এমন কোনও পন্য থাকতো, যেটি আমাকে শ্যামবর্ণা করে তুলবে, তাহলে সেটিও ব্যবহার করতে আমি পছন্দ করতাম। তবে আমি কোনও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করি না, বরং এমন কোনও ক্রিম যেটা আমাকে তারুণ্যে ভরপুর করে তুলবে, সেটা আমি পছন্দ করি।''