''ছেলেকে বাবা বকতেই পারে'', আইপিএলে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন রায়না

Sep 02, 2020, 19:39 PM IST
1/5

ধোনির মতো লনসমেত ঘর চেয়েছিলেন সুরেশ রায়না। দুবাইতে চেন্নাই ফ্রাঞ্জাইজি তাঁকে তেমন ঘর দিতে অস্বীকার করে। সেই নিয়ে ঝামেলা শুরু হয় দুপক্ষের। রায়না তাই দেশে ফিরে আসেন। এমনটাই জানা গিয়েছিল। এটাও জানা গিয়েছিল যে আইপিএল খেলতে আর দুবাই যাবেন না রায়না। তবে আপাতত সেসব অতীত বলে মনে হচ্ছে।

2/5

রায়নার সঙ্গে বিবাদের পর চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কর্ণধার এন শ্রীনিবাসন বলেছিলেন, সাফল্য কিছু মানুষের মাথায় চড়ে বসে। আবার কিছু সময় পরই তিনি বয়ান বদল করে বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। 

3/5

এবার রায়না যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন। তিনি বললেন, শ্রীনি স্যর আমার বাবার মতো। উনি আমাকে ছেলের মতোই স্নেহ করেন। ছেলেকে বাবা বকতেই পারে।

4/5

রায়না দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে আপাতত পরিবারে পাশে থাকতে চান রায়না।

5/5

পাঞ্জাবের পাঠানকোটে রায়না পিসেমশাই খুন হয়েছেন। রায়নার এক ভাইও মারা গিয়েছে। পিসির অবস্থা আশঙ্কাজনক। পাঞ্জাব পুলিসের কাছে দোষীদের শাস্তির আবেদন করেছেন রায়না।