স্কুলের জন্য় ঘুম থেকে ওঠার আগে ছোট্ট নিশাকে মায়ের আদর, ছবি পোস্ট সানির লিওন

Jan 18, 2020, 16:01 PM IST
1/10

স্কুলের জন্য় তৈরি হওয়ার আগে মায়ের আদর খাচ্ছে ছোট্ট নিশা। এমনই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সানি লিওন।

2/10

চুটিয়ে মাতৃত্বের স্বাদ আস্বাদন করছেন সানি। নিশা আসার পর সানির জীবনে ঘটেছে আমূল পরিবর্তন, সে কথা জানিয়ে আগে একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি।

3/10

আর পাঁচজন সাধারণ মায়ের মতোই সানি এখন দিনের বেশিরভাগ সময় ছেলেমেয়েদের নিয়েই ব্যস্ত থাকেন। 

4/10

বেশকিছুদিন আগে নিশার জন্মদিন সেলিব্রেট করতে তাঁকে নিে মার্কিন মুলুকের এক সৈকতে বেড়াতে গিয়েছিলেন সানি লিওন। 

5/10

'ড্য়াডিস গার্ল' নিশা কে নিয়ে নাজেহাল হলেও, মায়ের কাছে নিশা আর পাঁচজন শিশুর মতোই আদুরে।

6/10

২০১৭ সালে সানি ও তার স্বামী ড্য়ানিয়েল নিশাকে দত্তক নেন। তারপরই সানির মাতৃত্বের যাত্রা ।

7/10

মহারাষ্ট্রে লাতুর চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি (কারা) থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল।

8/10

মহারাষ্ট্রে লাতুর চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি-র তরফে জানানো হয়, সানির আগে নিশাকে দত্তক নিতে অস্বীকার ১১ জন দম্পতি। 

9/10

মহারাষ্ট্রে লাতুর চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি-র তরফে জানানো হয়, সানি কিংবা ড্যানিয়েল নিশার গায়ের রং, শারীররিক অবস্থা, তার পরিবার ও ইতিহাস জানতেই চাননি।

10/10

মহারাষ্ট্রে লাতুর চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি-র তরফে জানানো হয়, নিশা অপুষ্টিতে ভুগছিল, ২১ মাস বয়সেও তার ওজন অত্যন্ত কম ছিল। অথচ সানির পরিচর্যায় নিশা এখন এক্কেবারে সুস্থ।