Sunny Leone: বিক্রম ভাটের মেয়ের বিয়ে, আইস ব্লু রঙের লেহেঙ্গায় নজর কাড়লেন সানি

Jun 12, 2023, 20:15 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সানি তাঁর পুরো লুকটি কমপ্লিট করার জন্য় স্টেটমেন্টের কানের দুল, হাতে ব্রেসলেট, আংটি, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক এবং হিল জুতো পরেছিলেন তিনি। চুলটি হাফ করে বেঁধে ছিলেন।

2/5

আইস ব্লু রঙের লেহেঙ্গা এবং একটি ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ পরেছিলেন সানি। যার উপর খুব সুন্দর কাজ করা। সঙ্গে একটি নেটের দুপাট্টা নিয়েছিলেন।  

3/5

বিয়ের অনুষ্ঠানে তাদের এথনিক লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি।   

4/5

সানির সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার, মেয়ে নিশা কৌর ওয়েবার, দুই ছেলে আশের সিং ওয়েবার এবং নোয়া সিং ওয়েবার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

5/5

রবিবার সন্ধেয় বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণা ভাটের বিয়েতে উপস্থিত ছিলেন সানি লিওন। মুম্বইয়ে এদিন কৃষ্ণা তাঁর দীর্ঘদিনের সঙ্গী বেদান্ত সারদার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। অনুষ্ঠানে বলিউড তারকাদের হাট বসে গিয়েছিল।