R G Kar Protest: অভয়ার বিচার চেয়ে, খালি গায়ে মোমবাতি হাতে রাত দখলে ৫২ পথশিশু...

Street Children protest on Kolkata road: এরকম প্রতিবাদের এই ভাষা শহর আগে দেখেনি। 

| Sep 06, 2024, 15:18 PM IST
1/5

পথশিশুদের প্রতিবাদ

অয়ন ঘোষাল: আমাদের কাছে যেটা রাজপথ। ওদের কাছে সেটাই বাঁচার পথ। আমাদের যদি হয় পথ চলা। ওদের কিন্তু পথেই চালা। ওদের মানে একদল পথ শিশুর। যাদের জীবনে হয়ত অনেক কিছুই নেই। 

2/5

পথশিশুদের প্রতিবাদ

তারপরেও, ওরাও নিজেদেরকে সমাজের মূল স্রোতের মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা করে। ওদের অনেকের কাছেই হয়ত শিক্ষার আলো  পৌঁছয়নি। তাতে কি? অভয়ার বিচার চেয়ে আন্দোলনে সামিল তারাও। 

3/5

পথশিশুদের প্রতিবাদ

গতকাল গভীর রাতে যখন কর্মসূচি নেই বলে, শহর  আর রাত জাগেনি, তখন খালি গায়ে মোমবাতি হাতে রাত দখলে নামল রাসবিহারী মোড় এবং আশেপাশের প্রায় ৫২ পথশিশু। 

4/5

পথশিশুদের প্রতিবাদ

ওরা জানে না, ওদের এই রাত দখলের গুরুত্ব নাগরিক বা ছাত্র সমাজের কাছে কতটা ম্যাটার করে! 

5/5

পথশিশুদের প্রতিবাদ

কিন্তু এরকম প্রতিবাদের এই ভাষা শহর আগে দেখেনি। তিলোত্তমার মানুষের চোখে ওরা হয়তো অবহেলিত! তবে ওরা আরেক 'তিলোত্তমা'র পাশে আছে। ওদের মতো করে।