ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে চান? এই ৫টি জিনিস করুন
Apr 15, 2018, 20:42 PM IST
1/7
fb users
ব্যবহারকারীর গোপন তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে ফাঁস হওয়ার পর বিপাকে পড়েছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
2/7
secu
কীভাবে ফেসবুকের তথ্য নিরাপদ রাখতে পারবেন? দেখে নিন পরামর্শগুলি।
photos
TRENDING NOW
3/7
third
ফেসবুক পেজ থেকে অ্যাপ ডিলিংক করুন। তৃতীয় পক্ষের কোনও অ্যাপ ব্যবহার করবেন না।
4/7
personal
ব্যক্তিগত তথ্য মুছে দিন। মানে আপনি কোন মতাদর্শে বিশ্বাসী, মোবাইল নম্বর, জন্মদিন, কাছের লোকের ছবি ইত্যাদি।
5/7
fb
ব্যক্তি স্বাধীনতা বজায় রাখতে শেয়ার অপশনটি খালি বন্ধুদের জন্য রাখুন। পোস্ট শুধুমাত্র বন্ধুরা দেখতে পাবেন, এই ব্যবস্থা করে দিন।
6/7
loca
লোকেশন পরিষেবা বন্ধ করে দিন। এই ফিচার অন থাকায় আপনি কোথা থেকে কী ডাউনলোড করছেন, সেই তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে।
7/7
unkn
অজানা বন্ধুদের ফ্রেন্ড লিস্টে রাখবেন না। বা বিশ্বাসযোগ্য মনে না হলে কথা বলবেন না। ফেসবুকের মাধ্যমে আলাপ, এমন বন্ধুদের কাছে ব্যক্তিগত তথ্য দেবেন না। সন্দেহজনক মনে হলে ডিলিট করে দিন।