ফিরছে পাটের সুদিন! প্লাস্টিকের বদলে সরকারি বিজ্ঞাপনে চটের হোর্ডিং-ব্যানার

Oct 02, 2019, 23:09 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছে ভারত সরকার। এবার গোটা রাজ্যে প্লাস্টিকের হোর্ডিং ও ব্যানার মুক্ত করার পরিকল্পনা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

2/5

প্লাস্টিকের পরিবর্তে সরকারি বিজ্ঞাপনে ব্যবহার করা হবে চট।

3/5

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পুরসভা ও পঞ্চায়েতে প্রচারে হোর্ডিং ও ব্যানারে আর প্লাস্টিক ব্যবহার হবে না। তার বদলে পরিবেশবান্ধব চটের ব্যানার থাকবে। 

4/5

রাজ্য সরকারের সিদ্ধান্তের জেরে চটের সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন অনেকে। 

5/5

২০২২ সালের মধ্যে, একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক সম্পূর্ণ বর্জনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী।