শুক্রবার থেকে রাজ্যে ৫৯ টাকায় পেঁয়াজ, কোথায় মিলবে? জানালেন মমতা
|
Nov 14, 2019, 23:54 PM IST
1/5
সুতপা সেন: ৭-৮ দিনের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়্ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দিলেন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও।
2/5
মমতা এদিন বলেন,''কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম নিচ্ছে। আলু ফুলকপির দামও বেশি নিচ্ছে। পেঁয়াজ নিয়ে সমস্যা আছে। নাসিকের সাথে আমাদের চুক্তি হয়েছিল ২৫ টাকা কিলো দরে পেঁয়াজ দেবে। কিন্তু ওরা চুক্তি মানছে না।''
photos
TRENDING NOW
3/5
মুখ্যমন্ত্রী আরও বলেন,''হিমঘরে আলু মজুত রয়েছে ১৮ লক্ষ মেট্রিকটন। তাতে ২ মাস চলে যাবে।''
4/5
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিসকে ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান মমতা।
5/5
একইসঙ্গে পেঁয়াজ ও আলুর দাম নিয়ন্ত্রণে রাখকে সুফল বাংলায় কম দরে বিক্রির কথাও জানালেন মমতা। বললেন,''শুক্রবার থেকে ১৫ টাকা কিলো দরে আলু ও কেজি প্রতি ৫৯ টাকায় পেঁয়াজ বেচবে সুফল বাংলা।''