ন্যূনতম ব্যালান্স ও জরিমানার হারে বড়সড় রদবদল করল এসবিআই
Oct 12, 2018, 15:45 PM IST
1/7
S 7
চার ধরনের শাখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। এগুলি হল মেট্রো, আরবান, সেমি আরবান ও রুরাল। এইসব শাখাতে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়ম বিভিন্ন। তা রাখাতে না পারলে জরিমানার হারও ভিন্ন। সম্প্রতি ওইসব নিয়মে কিছুটা রদবদল করেছে এসবিআই।
2/7
S 6
মেট্রো ও আরবান শহরের শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্স রাখতে হবে ৩০০০ টাকা।
photos
TRENDING NOW
3/7
S 5
সেমি আরবান ও রুরাল শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্সের হার যথাক্রমে ২০০০ ও ১০০০ টাকা।
4/7
S 4
মেট্রো ও আরবান শহরের শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্সের অর্ধেক বা তার কম টাকা জমা থাকলে দিতে হবে দশ টাকা জরিমানা ও জিএসটি। পাশাপাশি, ন্যূনতম ব্যালান্স ৫০-৭৫ শাতংশের কম হলে দিতে হবে ১২ টাকা জরিমানা ও জিএসটি। জমা টাকার হার ৭৫ শতাংশের কম হলে দিতে হবে ১৫ টাকা জরিমানা।
5/7
S 3
সেমি আরবান শাখাগুলিতে ন্যূনতম ব্যালান্স ৫০ শতাংশের কম হলে জরিমানার হার ৭.৫ শতাংশ। ব্যালান্স ৭৫ শতাংশের কম হলে জরি মানার হার ১২ শতাংশ।
6/7
S 2
রুরাল এলাকার ক্ষেত্রে ব্যালান্স অর্ধেকের থেকে কম হলে ৫ টাকা জরিমানা হবে।
7/7
S 1
প্রধানমন্ত্রী জনধন যোজনা, পহলা কদম, পহলি উড়ান অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালান্সের কোনও বাধানিষেধ নেই।