তারকাদের কেনা ক্লাব, সোশ্যাল স্টেটাসে নতুন পালক!

May 20, 2021, 22:33 PM IST
1/13

নিজস্ব প্রতিবেদন- শাহরুখ খান। তাঁর দল 'কেকেআর'। আইপিএলের যাবতীয় নজর কেড়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। কারণ, এই দলের মালিকের নাম শাহরুখ খান। ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে মিডিয়া কভারেজ সবটা জুড়েই কিং খান ও তাঁর ছেলেরা।

2/13

শাহরুখের লেডি-লাক এক্ষেত্রে জুহি চাওলা। শুরু থেকেই  'কেকেআর' দলের নানা ওঠাপড়ায় শাহরুখের সঙ্গী হিসাবে পাশে দাঁড়িয়েছেন জুহি চাওলা। সঙ্গী স্বামী জয় মেহতা।

3/13

নীতা আম্বানি। দেশে যে শুধুই আইএসএল শুরু করে ফ্র্যাঞ্চাইজি ফুটবলে বিপ্লব এনে দিয়েছেন তাই না, ক্রিকেটেও সমান প্যাশনেট তিনি। 'মুম্বই ইন্ডিয়ান্স' দলের লাগাতার সাফল্যে মালিক নীতা আম্বানির পেপ-টক কম যায় না।

4/13

আই পিএলে 'কিংস ইলেভেন পঞ্জাবে'র প্রধান মুখ প্রীতি জিন্টা। আই পি এলের শুরু থেকেই এই দলের মালিকানা কিনেছিলেন তৎকালীন বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার সঙ্গে। পরে সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে নেস দলের মালিকানাও ছেড়ে দেন।

5/13

বাংলার সঙ্গে তাঁর এক ভালবাসার সম্পর্ক। আর তা থেকেই প্রো-কবাডি লিগে অক্ষয় কুমার বেছে নিয়েছেন 'বেঙ্গল ওয়্যারিয়র্স' দলকে।

6/13

রণবীর কাপুর। ফুটবল প্রেমী। জিমের থেকে বেশি ঘাম ঝরান ফুটবল মাঠে, আজও। তিনি 'মুম্বই সিটি ফুটবল ক্লাবে'র অন্যতম মালিকও।

7/13

সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াকালীন ফুটবলই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কে আর তখন জানত ভারতের সর্বকালীন সেরা ক্রিকেট অধিনায়কের দলে নাম লেখাবেন তিনি। কিন্তু খেলার দলের সহ মালিকানা নেওয়ার প্রসঙ্গ যেই এল, বেছে নিলেন ফুটবল। আই এস এলে তাঁর দল 'এটিকে মোহনবাগান'।

8/13

জন আব্রাহাম। 'নর্থ ইস্ট ফুটবল ক্লাবে'র সহ মালিকানা আছে তাঁর। উত্তরপূর্বের ৮টি রাজ্যের ফুটলাররা খেলেন তাঁর টিমে।

9/13

সাউথ বম্বের ছেলেদের ফুটবলে খুব আগ্রহ। রণবীর কাপুরের পাশাপাশি নিয়মিত ফুটবল চর্চা করেন জুনিয়র এ বি। ফুটবলের প্রতি ভালবাসার কারণেই আই এস এলে 'চেন্নাই এফসি' দলটির মালিকানা নেন তিনি।

10/13

অভিষেক বচ্চন শুধু ফুটবলেই সীমাবদ্ধ নন, তিনি প্রো-কবাডির দলও কিনেছেন। জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলে সমান আগ্রহ বিগ বি-রও।

11/13

সেলিব্রিটি ক্রিকেট লিগের অন্যতম নজরকাড়া দল 'বেঙ্গল টাইগার্স'। প্রতিযোগিতায় খুব আশাপ্রদ ফল না হলেও বনি কাপুর কিন্তু এই টিমের পাশ থেকে সরে যান নি। বরাবরই ভরসা রেখেছেন যিশু সেনগুপ্তদের উপরে।

12/13

সোহেল খান। CCL-এর 'মুম্বই হিরোজ' দলের মালিক। সলমন খানের ছোট ভাই ক্রিকেটটা নিজেও মন্দ খেলেন না।

13/13

রীতেশ দেশমুখ। সেলিব্রিটি ক্রিকেট লিগে তিনি 'বীর মারাঠি'র মালিক। তাঁর এই উন্মাদনায় স্ত্রী জেনেলিয়া ডিসুজা সমান অংশীদার।