1/12
শ্রীদেবী ও বনি কাপুরের গল্প
![শ্রীদেবী ও বনি কাপুরের গল্প Sridevi and Boney Kapoor Story](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339085-31a41bc8-20fb-4f3d-aebc-081808752980.jpg)
2/12
শ্রীদেবী-বনি কাপুরের প্রথম দেখা
![শ্রীদেবী-বনি কাপুরের প্রথম দেখা Sridevi and Boney Kapoor's first meeting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339084-7a83ce690f5d28e93031d5159781bf73.jpg)
জানা যায়, শ্রীদেবীর 'ষোলা সাওয়ান' (১৯৭৯) দেখার পরই বনি কাপুর ঠিক করেন তিনি তাঁর প্রোডাকশন হাউসে 'মিস্টার ইন্ডিয়া' সিনেমায় তাঁকে কাস্টিং করবেন। কারণ তামিল ছবিতে শ্রীদেবী দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন বনি। অন্যদিকে, শ্রীদেবীর মা যেহেতু তাঁর মেয়ের অভিনয় কেরিয়ারের যাবতীয় খুঁটিনাটির দেখাশোনা করতেন। তাই বনির প্রথম লক্ষ্য ছিল শ্রীদেবীর মা’কে হাত করা।
photos
TRENDING NOW
3/12
শ্রীদেবীর পাশে বনি
![শ্রীদেবীর পাশে বনি Bonny Helped Sridevi](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339080-164915.jpg)
২০১৩তে বনি কাপুর খোলসা করেন, সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বেশি পারিশ্রমিক নিতেন শ্রীদেবী। tবনি বলেন, ''আমি জানতাম সেই সময় শ্রী প্রায় ৮ লক্ষ টাকা পারিশ্রমিকে একটা সিনেমা করেছিল। আমি ওর মাকে জানিয়েছিলাম, না আমি ১১ লক্ষ টাকা পারিশ্রমিক দেব। তিনি যা চাইছেন আমি তাঁর থেকে বেশি পারিশ্রমিক দিতে রাজি আছি শুনে উনি ভেবেছিলেন আমি বম্বের একজন উন্মাদ প্রোডিউসার। যাক, এভাবেই আমি তাঁর মায়ের কাছে সহজে পৌঁছাতে পেরেছিলাম।''
4/12
শ্রীদেবী-মোনা কাপুরের বন্ধুত্ব
![শ্রীদেবী-মোনা কাপুরের বন্ধুত্ব Sridevi was Mona Kapoor's friend](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339082-509523v9bc.jpg)
জানা যায় প্রথমদিকে শ্রীদেবী ছিলেন বনি কাপুরের প্রথমা স্ত্রী মোনার ভাল বন্ধু। বনির বাড়িতে তাঁর ঘন ঘন যাতায়াতও ছিল। প্রথমদিকে অবশ্য বনি কাপুরকে দাদা বলতেন শ্রীদেবী। এমনি অভিনেত্রী বনিকে রাখিও বেঁধে ছিলেন বলে জানা যায়। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর, শ্রীদেবী যখন মুম্বাইয়ের একটি হোটেলে থাকছিলেন, তখন বনি অভিনেত্রীর মাকে রাজি করিয়ে শ্রীদেবীকে তাঁর বাড়িতে নিয়ে যান। তখন মোনা শ্রীদেবীর বন্ধু ছিলেন।
5/12
শ্রীদেবী বনির প্রেম
![শ্রীদেবী বনির প্রেম Sridevi Bonny's affairs](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339079-11212095101528793172606651505233745o.jpg)
তবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই বনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে শ্রীদেবীর। এসময় শ্রীদেবীর মায়ের বড় অঙ্কের ঋণ পরিশোধ করে দেন বনি কাপুর। যে ঘটনার পর বনির প্রতি দুর্বল হয়ে পড়েন শ্রীদেবী। এসবের মাঝেই, শ্রীদেবীর মা অসুস্থ হয়ে পড়লে, তাঁর চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ অভিনেত্রীর কাছে ছিল না। তাঁর মাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন বনিই। এভাবেই শ্রীদেবী ও বনির ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়তে থাকে।
6/12
সালটা ১৯৯৩
![সালটা ১৯৯৩ Year 1993](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339087-8f09c203-11d9-4412-9ef6-3846189bd959.jpg)
7/12
বনি কাপুরের প্রথম বিয়ে
![বনি কাপুরের প্রথম বিয়ে Boney Kapoor's first wife, Mona Shourie Kapoor](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339069-7972983b-66fe-497e-aec8-5bb2b907f7c8.jpg)
এদিকে বনি কাপুরের প্রথমা স্ত্রী মোনা সৌরি কাপুরও তাঁর থেকে ১০ বছরের ছোট ছিলেন। মোনা সৌরি কাপুর ছিলেন একজন প্রযোজক এবং উদ্যোক্তা। মোনা এক সাক্ষাৎকারে বলেন, ''বনি আমার থেকে ১০ বছরের বড় ছিল। যখন আমি ওকে বিয়ে করি তখন আমার বয়স ছিল ১৯। আক্ষরিক অর্থেই আমি ওর সঙ্গেই বড় হয়েছি। আমাদের ১৩ বছরের বিবাহিত সম্পর্ক ছিল। তবে যখন আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্য কারও প্রেমে পড়েছেন, তখন আমার আর কিছু করার ছিল না।
8/12
মোনা কাপুরের মৃত্যু
![মোনা কাপুরের মৃত্যু Mona Shourie Kapoor' Death](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339065-166359.jpg)
9/12
ঘর ভাঙার অপবাদ লাগে শ্রীদেবীর
![ঘর ভাঙার অপবাদ লাগে শ্রীদেবীর Sridevi called home breaker](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339062-816403481794973667493865074515705109499376n.jpg)
10/12
বনি শ্রীদেবীর বিয়ে
![বনি শ্রীদেবীর বিয়ে Boney Kapoor and Sridevi's wedding](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339052-a30f5fa0-7c55-4189-bded-87375af788a6.jpg)
১৯৯৬ সালে ২ জুন প্রায় ৮ বছরের ছোট শ্রীদেবীকে মন্দিরে গিয়ে বিয়ে করেন বনি কাপুর। জানা যায়, তাঁর সঙ্গে বিয়ের পরও প্রথম পক্ষের দুই সন্তান অর্জুন ও অংশুলাকে নিয়ে বনি কাপুর পিকনিকে গেলে বেজায় বিরক্ত হন শ্রীদেবী। বনিকে প্রথম পক্ষের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেন অভিনেত্রী। তখন থেকেই প্রথমা সিং মোনা সিং ও দুই সন্তান অর্জুন, অংশুলার থেকে আলাদাই থাকতেন বনি।
11/12
বনি-শ্রীদেবীর দুই কন্যা
![বনি-শ্রীদেবীর দুই কন্যা Boney Kapoor and Sridevi's children](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339045-1300281a-17a2-4e32-9078-1ba4af6f77eb.jpg)
12/12
![Sridevi's death](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/14/339041-889820e1-df23-4c5d-b449-fe8f41f07c47.jpg)
photos