বাবা হলেন দক্ষিণ আফ্রিকার ৪৪ বছর বয়সী কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক কালিস

Mar 13, 2020, 10:29 AM IST
1/5

বাবা হলেন কালিস

বাবা হলেন কালিস

বাবা হলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক কালিস। টুইটারে ভক্তদের সুখবর দিলেন তিনি। 

2/5

বাবা হলেন কালিস

বাবা হলেন কালিস

পুত্র সন্তানের বাবা হলেন কালিস। তিনি লিখেছেন, জোশুয়া হেনরি কালিসকে এই পৃথিবীতে স্বাগত। জীবনের সব থেকে সুখর দিন আজ। নিজেদের আশীর্বাদধন্য বলে মনে হচ্ছে।

3/5

বাবা হলেন কালিস

বাবা হলেন কালিস

৪৪ বছর বয়সী কালিস গত বছর জানুয়ারিতে বান্ধবী চার্লেন অ্যাঞ্জেলের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন। 

4/5

বাবা হলেন কালিস

বাবা হলেন কালিস

কেকেআরের কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন জ্যাক কালিস। গত বছর ডিসেম্বরে তাঁকে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়।

5/5

বাবা হলেন কালিস

বাবা হলেন কালিস

১৯ বছরের কেরিয়ারে প্রায় ২৫ হাজারের বেশি রান করেছেন কালিস। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে ধরা হয় তাঁকে। টেস্ট ওয়ান ডে ক্রিকেটে ২৫০-র বেশি উইকেট পেয়েছেন তিনি।