অসাধারণ ভাবনা! ভারতীয় দলের ব্লেজার পরে মসনদে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

Oct 23, 2019, 15:20 PM IST
1/5

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

এমন ভাবনা হয়তো তাঁর পক্ষেই সম্ভব। বিসিসিআই-এর সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর প্রথম দিন তিনি এলেন ভারতীয় দলের হয়ে যে জার্সি পরে খেলেছিলেন সেটি গায়ে চাপিয়ে। 

2/5

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি। সেই তিনিই এখন বোর্ড সভাপতি। এমন নজির ভারতীয় ক্রিকেটে আর নেই। আর এমনভাবে ভারতীয় দলের জার্সি পরে প্রথম দিন আসার ভাবনাও যে অসাধারণ, তা আর বলার অপেক্ষা রাখে না। 

3/5

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

সৌরভ আগেই বলেছিলেন, তিনি প্রাক্তন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার দেখানো পথ অনুসরণ করবে। এদিন সাংবাদিক সম্মলনে এসে সৌরভ বললেন, ভারতীয় ক্রিকেটের উন্নতিতে তাঁর দিক থেকে যতটুকু করার তিনি করবেন। চেষ্টায় কোনও খামতি রাখবেন না। 

4/5

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

বুধবার প্রথামাফিক বোর্ড-এর সিইও কমিটির প্রধান বিনোদ রাই সৌরভের হাতে ব্যাটন তুলে দেন। 

5/5

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

অধিনায়কের ব্লেজার পরে এলেন সৌরভ

এদিন বিসিসিসআই-এর সচিব পদে যোগ দেন অমিত শাহের পুত্র জয় শা। কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন অরুণ ধুমাল। তিনি হলেন অনুরাগ ঠাকুরের ভাই।