অনলাইন ক্লাস যেন বন্ধ না হয়, পড়ুয়াদের স্মার্টফোন দিচ্ছেন Sonu Sood

Jan 12, 2021, 12:49 PM IST
1/8

লকডাউনের মধ্যে কারও অনলাইন ক্লাস বন্ধ না হয়, তার জন্য নয়া উদ্যোগ নিলেন সোনু সুদ 

2/8

লকডউনের মধ্যে পড়ুয়ারা যাতে নিজেদের মতো করে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারে, তার জন্য স্মার্টফোন দেওয়ার ব্যবস্থ করলেন সোনু সুদ 

3/8

সোনু ইতিমধ্যেই ১০০ স্মার্টফোন দিয়েছেন বিভিন্ন জায়গার পড়ুয়াদের। এ বিষয়ে সোনু নিজের চেষ্টায় একটি নতুন প্ল্যাটফর্মও তৈরি করেছেন। স্মার্টফোনের অভাবে যাঁরা ক্লাস করতে পারছেন না, তাঁরা সেখানে আবেদন করলে স্মার্টফোন হাতে পাবেন বলে জানান সোনু সুদ 

4/8

সোনু জানান, লকডাউনের মধ্যে পঞ্জাব, মুম্বই, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার বেশ কয়েকটি জায়গায় স্মার্টফোন বিলি করেছেন পড়ুয়াদের মধ্যে। লকাডাউনের প্রভাবে যাতে কারও পড়াশোনায় খামতি না পড়ে, তারজন্যই সোনু ওই ব্যবস্থা করছেন বলে জানান 

5/8

লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকরা যাতে নিজেদের বাড়িতে পৌঁছতে পারেন নিরাপদে, তারজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যবস্থা করেন সোনু সুদ 

6/8

কখনও পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করেন সোনু, আবার কখনও বিমানে করে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেন অভিনেতা। কখনও বিদেশে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতেও নিজের উদ্যোগে ব্যবস্থা করেন সোনু সুদ 

7/8

কখনও উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামের অসহায় বৃদ্ধদের জন্য শীতের পোশাকের ব্যবস্থা করেন সোনু সুদ 

8/8

এদিকে সোনু সুদ যখন গোটা দেশের মানুষের কাছে 'মসিহা' হয়ে উঠছেন, সেই সময় তিনি কেন বিএমসির অনুমতি ছাড়া মুম্বইয়ে বসত বাড়িকে হোটেলে পরিণত করেছেন, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। এ বিষয়ে সোনু বলেন, বিএমসির নির্দেশ অমান্য করেননি। কাগজপত্র হাতে না পেলে, তিনি হোটেলকে ফের বসত বাড়িতে পরিণত করে দেবেন। পাশাপাশি কোভিডের সময় যে হোটেলে জরুরী পরিষেবাপ্রদানকারী চিকিৎসক, নার্স, পুলিসদের থাকার ব্যবস্থা করেন, তা ভাঙতে বললে সুবিচার পাওয়ার জন্য তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হবেন