1/5
প্রিয়াঙ্কা দত্ত: ছোঁয়াচ এড়াতে বেশিরভাগই আর ও মুখো হননি। করোনা আবহে তাই কার্যত তালা পড়েছে যৌনপল্লিতে। ব্যবসায় মন্দা, রোজগারও তলানিতে। পেটের টান আর হাজারও দুর্ভোগে আপাতত মনমরা সোনাগাছি। লকডাউনে রোজগার না থাকায় বেশিরভাগই বাড়ি ফিরে গিয়েছেন। যাঁরা রয়েছেন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কোনওমতে ব্যবসা জিইয়ে রাখার। সবমিলিয়ে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লি তালাবন্দি হয়েছে সেই মার্চেই।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
এ বছর ওদের অষ্টম বর্ষের পুজো। ২০১৩-তে ছোট্ট ঘরের মধ্যেই পুজো করেছিলেন ওরা। তখন বাইরে পুজো করার অনুমতি ছিল না। অনেক লড়াই-এর পর অবশেষে ২০১৭ সালে হাইকোর্টের নির্দেশে শোভাবাজার এলাকার মসজিদবাড়ি স্ট্রিটের উপরে মণ্ডপ করে দুর্গাপুজো করার অনুমতি পান। আর সেই অধিকার আর ছাড়তে চান না কেউ। তাই একরাশ মনখারাপেও চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। রোজগারে ভাটা পড়লেও, দূর্গাপুজোর আনন্দের সঙ্গে মোটেই আপস করতে রাজি নয় সোনাগাছি।
photos