কোথাও বরফ, কোথাও ঝড়, কোথাও বা জাঁকিয়ে শীত! প্রকৃতির খামখেয়ালিপনা দেশজুড়ে

Nov 24, 2020, 16:51 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কোথাও বরফ, কোথাও ঝড়, কোথাও বা জাঁকিয়ে শীত পড়ার আভাস। একদিকে বরফে ঢেকে গিয়েছে গুলমার্গ, সোনমার্গ। বরফ পড়ছে হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জায়গায়। 

2/5

অন্যদিকে, কুয়াশাচ্ছন্ন রাজধানী। হাওয়ার বেগ খানিকটা কমে গিয়েছে। মৌসম ভবন বলছে, পশ্চিমী ঝঞ্ঝার  ফলে হাওয়ার বেগ কমছে দিল্লিতে। 

3/5

তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। প্রধানমন্ত্রী সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। 

4/5

তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। প্রধানমন্ত্রী সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। 

5/5

দেশের পূর্বপ্রান্তে এ রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামছে। গায়ে লাগছে শীতের হিমেল হাওয়ার পরশ। প্রকৃতির খামখেয়ালিপনা বোধহয় একেই বলে!