'আপনারা বিবাহিত না অবিবাহিত?' সিঁদুর খেলে প্রশ্নের মুখে Sohini, Raima, Tanushree

Oct 17, 2021, 12:07 PM IST
1/6

দশমীতে তনুশ্রী

Tanushree in Dasami

নিজস্ব প্রতিবেদন: বিজয়া দশমীতে রাজডাঙ্গা নবউদয় সংঘের মন্ডপে সিঁদুর খেলায় মেতেছিলেন নায়িকা তনুশ্রী চক্রবর্তী। লাল শাড়িতে তনুশ্রীর দশমীর লুক ছিল নজরকাড়া। এদিন মাকে বরণ করতে দেখা গেল অভিনেতাকে। সেই ছবিই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

2/6

রাইমার দশমী লুক

Dasami Look

একই মন্ডপে হাজির ছিলেন আরেক নায়িকা। এদিন সাদা শাড়িতে সিঁদুর খেলতে দেখা গিয়েছিল রাইমা সেনকে। 

3/6

বিতর্কের শুরু

Controversial Photo

রাইমা, তনুশ্রীর সঙ্গে এদিন সিঁদুর খেলতে দেখা গেল সোহিনী সরকারকে। তিনজন নায়িকার সিঁথিতেই সিঁদুর দেখা যায়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তনুশ্রী, সেখান থেকেই শুরু বিপত্তি। 

4/6

মা-মেয়ের সিঁদুর খেলা

Mother Daughter

রাজডাঙ্গা নবউদয় সংঘের মন্ডপে এদিন রাইমার সঙ্গে উপস্থিত ছিলেন মা মুনমুন সেনও । 

5/6

নেটিজেনদের প্রশ্ন

Netizen asks

রাইমা তনুশ্রীর ছবিতে এক নেটিজেন লেখেন, 'সিঁদুর কি এমনি এমনি পড়া যায়!' কেউ আবার লিখেছেন,'এতোদিন তো জানতাম যে সোহিনী, রাইমা তনুশ্রী অবিবাহিত তাহলে তাঁরা কি বিবাহিত?'

6/6

সিঁদুর খেলা

Sindoor Khela

রাইমা, তনুশ্রী, সোহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন নায়িকা রণিতা দাস ও জুন মালিয়া।