একগুচ্ছ নতুন নিয়ম মেট্রোয়, নিউ নরমাল-এ কী কী বদল হচ্ছে জেনে নিন
Sep 04, 2020, 17:38 PM IST
1/5
করোনা পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ সব থেকে বড় চ্যালে়্জ হয়ে দাঁড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। জানা যাচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হতে পারে। স্মারট কার্ডের সঙ্গে অ্যাপ থেকে নামানো পাস থাকতে হবে যাত্রীদের কাছে। এছাড়াও একগুচ্ছ নতুন নিয়ম লাগু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
2/5
আপাতত প্রতি ট্রেনে সর্বোচ্চ ৪০০ লোক উঠবে। প্রতি ঘন্টার জন্য আলাদা রং এর বার কোড ইস্যু করা হবে। সেই রং দেখে বোঝা যাবে কোন সময়ে কার টিকিট কাটা
photos
TRENDING NOW
3/5
এখন একঘন্টার স্লট-এ পাস ইস্যু করা হবে। পরে অফিস টাইমে একঘন্টা ও অন্য সময়ে দু ঘন্টার স্লটে পাস ইস্যু করা হবে। পাশে দিন সময় নির্দিষ্ট করা থাকবে।।
4/5
পাসে রংয়ের চিহ্ন, নথি দেখে স্টেশনে ঢুকতে দেওয়া হবে। যাদের স্মার্ট কার্ড থাকবে তারা তারপর সরাসরি চলে যাবেন প্ল্যাটফর্মে।যাদের থাকবে না তারা কিনবেন।
5/5
দিনে ১১০ টা ট্রেন চলবে আপাতত। ফলে অফিস টাইমে একটা স্টেশন দিয়ে আপ ডাউন মিলিয়ে ১২ টা ট্রেন যাবে। আপে ছটি, ডাউনে ছটি। মেট্রোর অ্যাপ, পথদিশা অ্যাপ, মেট্রোর সাইট, ও সরকারের বিভিন্ন সাইট থেকে থেকে লিংকের মাধ্যমে পাস পাওয়া যাবে।