West Bengal Weather Update: দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাত! কলকাতায় হাড়-কাঁপানো ঠান্ডা...
West Bengal Winter Season Update: শীতের প্রথম ওভারেই ঠান্ডার ঝোড়ো ব্যাটিংয়ের পূর্বাভাস এল। রয়েছে তুষারপাতের প্রবল সম্ভাবনা। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও।
অয়ন ঘোষাল: শীতের প্রথম ওভারেই ঠান্ডার ঝোড়ো ব্যাটিংয়ের পূর্বাভাস এল। জানা গেল, আগামী দু'তিন দিনের মধ্যেই দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে সেখানে। তবে বাকি এলাকা খটখটে শুকনো, ফলত কড়া ঠান্ডা এবার রাজ্য জুড়ে।
1/7
ঝোড়ো ব্যাটিং শীতের
কী বলছে আবহাওয়া দফতর? আলিপুর আবহাওয়া দফতর থেকে আবহাওয়া-বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমের জেলায় ১০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। এ সপ্তাহে আগামী আরও ৫ দিন ধরে চলবে কড়া শীতের এই স্পেল। এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা ১৩ ডিসেম্বরে হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বাকি রাজ্য খটখটে শুকনো। কলকাতায় দিনের তাপমাত্রা আপাতত ২৫-এর ঘরে। রাতের তাপমাত্রা আরও সামান্য কমে ১৪ ডিগ্রিতে পৌঁছতে পারে। (অয়ন ঘোষাল)
2/7
কাঁপবে কলকাতা
photos
TRENDING NOW
3/7
পশ্চিমি-ঠান্ডা
7/7
ভয়ংকর ঠান্ডা
photos