লকডাউনে মা হয়েছেন, সদ্যোজাত সন্তানের নানান মুহূর্ত শেয়ার করলেন টেলি অভিনেত্রী স্মৃতি

Jun 08, 2020, 18:55 PM IST
1/12

লকডাউনের মধ্যেই মা হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্মৃতি খান্না। (ছবি-ইনস্টাগ্রাম)

2/12

১৫ এপ্রিল সকালে স্মৃতি খান্না ও গৌতম গুপ্তার পরিবারে এসেছেন নতুন অতিথি। (ছবি-ইনস্টাগ্রাম)

3/12

মেয়ের নাম রেখেছেন অনয়কা। (ছবি-ইনস্টাগ্রাম)

4/12

লকডাউনে মা হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন স্মৃতি। (ছবি-ইনস্টাগ্রাম)

5/12

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

সুখবর জানিয়ে স্মৃতি লিখেছিলেন 'অবশেষে  আমাদের রাজকুমারী এসে হাজির হয়েছেন।' (ছবি-ইনস্টাগ্রাম)

6/12

বাবা-মা হওয়ার জন্য স্মৃতি ও গৌতমকে শুভেচ্ছা জানান কিশোর মার্চেন্ট, দীপশিখা দেশমুখ, রাধিকা মদন, ধীরজ ধুপার সহ আরও অনেক টেলি তারকারা।   (ছবি-ইনস্টাগ্রাম)

7/12

স্মৃতি ও গৌতমকে শুভেচ্ছা জানান দিয়া মির্জা, মৌনী রায়। (ছবি-ইনস্টাগ্রাম)

8/12

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

সন্তানসম্ভবা হওয়ার পর গর্ভবতী অবস্থার বিভিন্ন ছবি ও ভিডিয়ো  সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পোস্ট করতেন অভিনেত্রী স্মৃতি খান্না। (ছবি-ইনস্টাগ্রাম)

9/12

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

এমনকি সোশ্যাল মিডিয়ায়  গর্ভস্থ সন্তানের নড়াচড়ার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন স্মৃতি। (ছবি-ইনস্টাগ্রাম)

10/12

প্রসঙ্গত, ২০১৭ সালে অভিনেতা গৌতম গুপ্তার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন স্মৃতি খান্না।(ছবি-ইনস্টাগ্রাম)

11/12

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

'মেরি আসিকি তুমসে হি' ধারাবাহিকের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্মৃতি খান্না। (ছবি-ইনস্টাগ্রাম)

12/12

বিয়ের সময় স্মৃতি ও গৌতম (ছবি-ইনস্টাগ্রাম)