Market Price Hike | Bhai Phonta 2024: কী খাওয়াবেন ভাইকে? সবই তো আগুন-দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা...
Market Price Hike: ভাইফোঁটার আগেই বাজারের আকাশছোঁয়া দাম। এমনিতেই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি-ধান ক্ষেতে। রাজ্যজুড়ে আজ বাজারের দামে আগুন।
1/6
2/6
অন্যদিকে সবজির দাম: পটল -১০০ টাকা দেশি, হাইব্রিড ৬০, ভেন্ডি -৮০ টাকা, টমেটো -৮০ টাকা ছিল, হয়েছে ১০০ টাকা। লঙ্কা - ১০০/১৫০০ টাকা, ফুলকপি -বড়ো কপি ১০০টাকা ছোট ৩০/৫০ প্রতি পিস। ক্যাপসিকাম -১৫০ টাকা, লাউ -৪০ প্রতি পিস, বেগুন -১০০টাকা, উচ্ছে - ৮০, শসা -৫০/৬০, বাধাকপি-৭০, কড়াইশুঁটি -২০০ টাকা, পেঁপে -৪০ টাকা, বরবটি -৮০ টাকা, বিনস -২০০, গাজর -৮০, পুঁইশাক -৪০, ইচোর -২০০, সিম -১৬০, মুলো -৮০
photos
TRENDING NOW
3/6
4/6
অন্যদিকে, উত্তরের তিস্তার বরলি মাছ ১০০০ টাকা কিলো দরে শুক্রবার জলপাইগুড়ির বাজারে বিক্রি হচ্ছে। আলু ৬০ টাকা ( ভুটান) জ্যোতি আলু ৩০ - ৩৫ টাকা, বেগুন ৬০, গাজর ৮০, ফুলকপি ৭০, বেগুন ৬০, টমেটো ৮০, আদা ২০০, রসুন ৩৫০, লংকা ১৬০, বাঁধা কপি- ৫০, ধনেপাতা ৫০০, পটল ৮০, স্কোয়াস ২৫, ক্যাপসিকাম ৪০০, বরবটি ১০০, শসা ৬০, লাউ ৫০ টাকা পিস, করলা ৬০ টাকা প্রতি কিলো।
5/6
6/6
photos