Aparajito Special Screening: 'বহুদিন বাদে একটা ছবি দেখলাম','অপরাজিত' দেখে মুগ্ধ শ্যাম বেনেগল

| May 02, 2022, 21:54 PM IST
1/6

স্পেশাল স্ক্রিনিং

Aparajito Special Screening 1

নিজস্ব প্রতিবেদন: সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মদিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে 'অপরাজিত'-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।   

2/6

স্পেশাল স্ক্রিনিং

Aparajito Special Screening 2

স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক অনীক দত্ত, অভিনেতা জিতু কামাল ও সিনোম্যাটোগ্রাফার সুপ্রতিম ভোল ও প্রযোজক ফিরদৌসুল হাসান।   

3/6

স্পেশাল স্ক্রিনিং

Aparajito Special Screening 3

ছবি দেখতে উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগল।   

4/6

স্পেশাল স্ক্রিনিং

Aparajito Special Screening 4

অনীক দত্তর অপরাজিত দেখে মুগ্ধ পরিচালক শ্যাম বেনেগল।   

5/6

স্পেশাল স্ক্রিনিং

Aparajito Special Screening 5

জি ২৪ ঘণ্টা ডিজিটালকে অনীক দত্ত জানিয়েছেন যে, অপরাজিত দেখে তাঁদের ছবির ভূয়সী প্রশংসা করেছেন। বিখ্যাত মানুষদের তো ভালো লাগছে এখন অপেক্ষা মুক্তির কারণ সাধারণ দর্শকের ভালোলাগাও গুরুত্বপূর্ণ।   

6/6

স্পেশাল স্ক্রিনিং

Aparajito Special Screening 6

জিতু কামাল জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানায় যে,'শ্যাম বেনেগাল ছবি দেখে বলেছেন খুব ভালো অভিনয়, সিনেম্যাটোগ্রাফি খবু সুন্দর, সব মিলিয়ে টোটাল প্যাকেজ। বহুদিন বাদে একটা সিনেমা দেখলাম।'