সদ্য মা হয়েছেন, ওজন কমাতে এবার জিমে ফিরলেন শুভশ্রী

Oct 29, 2020, 14:17 PM IST
1/5

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#motivation

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

সদ্য মা হয়েছেন, ওজন কমাতে এবার জিমে ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এখবর নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন শুভশ্রী।   ছবি-ইনস্টাগ্রাম

2/5

গত ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর পরিবারে আসে নতুন অতিথি। ছেলের মা হন শুভশ্রী। নাম রাখেন যুবান।   ছবি-ইনস্টাগ্রাম

3/5

সন্তান জন্মের সুখবর অনুরাগীদের টুইটারের মাধ্যমে জানান, রাজ-শুভশ্রী দুজনেই। সদ্যজাত সন্তানের ছবিও পোস্ট করেন তারকা দম্পতি।   ছবি-ইনস্টাগ্রাম

4/5

মাতৃত্বকালীন অবস্থায় খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এবার সেই ওজন ঝরিয়ে ফেলতেই তৎপর হলেন শুভশ্রী।   ছবি-ইনস্টাগ্রাম

5/5

আশা করা যায়, খুব শীঘ্রই কাজেও ফিরবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।   ছবি-ইনস্টাগ্রাম