''কোনও ভারতীয় সন্ত্রাসে মদত দিলে তাঁকেও গুলি করা হোক'', দাবি অলিম্পিকে পদকজয়ী কুস্তিগিরের

| Feb 15, 2019, 18:55 PM IST
1/5

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

তিনিও অনেকটা গৌতম গম্ভীরের মতো। দেশের যে কোনও সমস্যা নিয়ে কথা বলেন। ভারতীয় সেনার উপর আক্রমণ হলে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। দেশাত্মবোধের প্রশ্ন উঠলে তিনি সবার আগে। 

2/5

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত শান্ত থাকতে পারছেন না। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার পর থেকে তিনি ঘৃণায়, দুঃখে অস্থির হয়ে উঠেছেন। 

3/5

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

গৌতম গম্ভীর আগেই হুঙ্কার ছেড়ে রেখেছেন। তাঁর সাফ কথা, পাকিস্তানের সঙ্গে এবার যুদ্ধক্ষেত্রে কথা হবে। এবার প্রায় একইরকম সুরে কথা বললেন যোগেশ্বর। 

4/5

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

যোগেশ্বর টুইটারে লিখলেন, এমন হামলার তীব্র নিন্দা করছি। যা হয়ে গিয়েছে তা আর আটকানো সম্ভব নয়। তবে তবে এবার বদলা নেওয়ার সময় এসেছে। ইজরায়েল বা আমেরিকা যেভাবে বদলা নেয় এবার আমাদেরও সেভাবে নেওয়া উচিত। এমন বদলা হোক যাতে কোনও জঙ্গি জন্ম নেওয়ার আগেই হাজারবার ভাবে।

5/5

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

পুলওয়ামা কাণ্ডে যা বললেন যোগেশ্বর দত্ত

যোগেশ্বর আরও বলেন, এবার কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ভারতের কেউ সন্ত্রাসে মদত জোগালে তাঁকেও যেন গুলি করে মারা হয়। হিংসার জবাব এবার হিংসার মাধ্যমেই দিতে হবে। এই একটা রাস্তাই এখন খোলা রয়েছে আমাদের কাছে। শহীদ জওয়ানদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।