সানি লিওনই অনুপ্রেরণা, কী বললেন 'কাঁটা লগা গার্ল' শেফালি!

Apr 16, 2020, 17:10 PM IST
1/5

২০১৪ সালে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা পরাগ ত্যাগিকে বিয়ে করেন কাঁটা লগা গার্ল শেফালি জরিওয়ালা। পরাগ ত্যাগিকে বিয়ের ৬ বছর পর এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন শেফালি 

2/5

বিগ বসের ঘরে থাকাকালীনই হিন্দুস্থানি ভাউয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেন শেফালি। তিনি জানান, সন্তান দত্তক নিতে চান। মা হতে চান তিনি। পরাগকেও বিষয়টি জানিয়েছেন শেফালি 

3/5

শেফালি মা হতে চান, সে সন্তান জন্ম দিয়েই হোক কিংবা দত্তক নিয়ে। তাই তাঁর সিদ্ধান্তকে পরাগ সব সময় সমর্থন করেন বলেও স্ত্রীকে তিনি আশ্বস্ত করেন বলে শেফালি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, সানি লিওনকে দেখেই অনুপ্রেরণা পেয়েছেন তিনি

4/5

সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার যখন মহারাষ্ট্রের লাতুর থেকে এক ছোট্ট কন্যা সন্তানকে দত্তক নেন, তখন তা দেখে অনুপ্রেরণা পান তিনি। এরপরই পরাগের সঙ্গে আলোচনা করে সন্তান দত্তক নেওয়ার বিষয়ে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন বলে জানান শেফালি জরিওয়ালা

5/5

যদিও কবে সন্তান দত্তক নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবেন শেফালি, সে বিষয়ে অভিনেত্রী কিছু জানাননি