Shani Dev: কোন দেবতার ভক্ত হলে আপনার প্রতি সদা প্রসন্ন থাকবেন শনিদেব?
যাদের ওপর শনিদেব ক্রুদ্ধ হন, তাদেরকে সারাজীবন নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁর নজর খুবই খারাপ বলে মনে করা হয়।
Shani Dev Upay: শনিদেব কিছু দেবতাকে ভীষণ ভয় পান। তিনি এই ঈশ্বরের ভক্তদের প্রতি কখনই নেতিবাচক দৃষ্টি দেন না। তিনি সবসময় এই ধরনের লোকদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন দেবদেবীর পূজা করলে শনিদেবের শাস্তি ভোগ করতে হয় না।
1/5
ভগবান শঙ্কর
2/5
ভগবান শ্রীকৃষ্ণ
photos
TRENDING NOW
3/5
হনুমান
4/5
সূর্য
5/5
পিপলাদ মুনি
শনিদোষ থেকে মুক্তি পেতে মানুষ পিপুল গাছের পুজো করে তার নীচে প্রদীপ জ্বালায়। বিশ্বাস করা হয় যে ভক্ত পিপলাদ মুনির নাম জপ করে পিপুল গাছের পূজা করেন, শনিদেব তাকে কখনো কষ্ট দেবেন না। (সতর্কীকরণ: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। জি ২৪ ঘণ্টা এর বৈজ্ঞানিক ভিত্তি নিশ্চিত করে না।)
photos