গর্বিত বাবা, School Sports-এ পদক জিতেছে আব্রাম, উচ্ছ্বসিত শাহরুখ
Jan 18, 2020, 14:42 PM IST
1/6
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ জিতেছে ছোট্ট আব্রাম। ছেলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা শাহরুখ।
2/6
দৌড় প্রতিযোগিতায় ছেলের রুপো ও ব্রোঞ্জ জেতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খান। ছেলে রুপো ও ব্রোঞ্জ জিতলেও শাহরুখের কাছে আব্রাম কিন্তু সোনার মতোই মূল্যবান।
photos
TRENDING NOW
3/6
শাহরুখ সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করে লিখেছেন 'Day at the Races...My little ‘Gold Medal’ with his Silver and Bronze wins at the races today!!'
4/6
কাজে যতই ব্যস্ত থাকুন না কেন শাহরুখ বরাবরই পরিবার ও ছেলেমেয়েদের সময় দেওয়ার চেষ্টা করেন বাদশা।
5/6
শাহরুখের কথায়, তাঁর প্রথম দুই সন্তান আরিয়ান ও সুহানা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ওরা ওদের মতো করেই কাটানো চেষ্টা করেন তাই শাহরুখ এখন যতটা সময় পান ছোট্ট আব্রামকে দেওয়ারই চেষ্টা করেন।
6/6
তবে অবশ্য শুধু আব্রামের জন্যই নয়, আরিয়ান ও সুহানা যখন স্কুলে পড়ত, তখনও শাহরুখ গৌরীকে নিয়ে তাঁদের স্কুলের অনুষ্ঠানে সব সময় থাকার চেষ্টা করেছেন।