Shah Rukh Khan: ৭৩০০ কোটির মালিক শাহরুখই ভারতের সর্বোচ্চ করদাতা তারকা, সেরা দশে একমাত্র নায়িকা...

Highest Tax Payer: ফরচুন ইন্ডিয়ার তথ্য অনুসারে, ‘ফিন্যান্সিয়াল ইয়ার-২০২৪’-এ ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা শাহরুখ খান। সম্প্রতি সামনে এসেছে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি। তার এই আয়ের মূল উৎস আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’। কত টাকা কর দিলেন মেগাস্টার? কে কে রয়েছেন সেরা দশের তালিকায়?

| Sep 05, 2024, 18:07 PM IST
1/10

শাহিদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দশম স্থানে রয়েছেন শাহিদ কাপুর। তিনি কর দিয়েছেন ১৪ কোটি। 

2/10

করিনা

২০ কোটি কর দিয়ে এই তালিকার একমাত্র অভিনেত্রী হলেন করিনা কাপুর। 

3/10

কপিল

এই তালিকায় চমকপ্রদ নাম কপিল শর্মা। ২৬ কোটি টাকা দিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে। 

4/10

হৃতিক

হৃতিক রোশন রয়েছেন সপ্তম স্থানে, তিনি দিয়েছেন ২৮ কোটি।  

5/10

রণবীর

৩৬ কোটি কর দিয়ে ষষ্ঠস্থানে রয়েছেন রণবীর কাপুর।

6/10

অজয়

পঞ্চমস্থানে রয়েছেন অজয় দেবগন, যিনি কর দিয়েছেন ৪২ কোটি। 

7/10

অমিতাভ

সর্বোচ্চ করদাতা তারকার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি কর দিয়েছেন ৭১ কোটি।

8/10

সলমান

৭৫ কোটি কর দিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা সলমান খান। 

9/10

থালাপতি বিজয়

দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তিনি কর দিয়েছেন ৮০ কোটি টাকা। 

10/10

শাহরুখ

চলতি বছরে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি করদাতার তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। এবছর শাহরুখ কর দিয়েছেন ৯২ কোটি টাকা।