Regulation of Trains: দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন বাতিল, রুটবদল অনেক ট্রেনের, গন্তব্যের আগেই থেমে যাচ্ছে বহু ট্রেন...

SER Trains Rescheduled: মঙ্গলবার মুম্বই মেলের দুর্ঘটনার জেরে আজ, বুধবারও ভোগান্তি চলছে নিত্যযাত্রীদের। বুধবারও বাতিল বহু ট্রেন। ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ বা ট্রেনের রুট বদলে সমস্যায় নিত্যযাত্রীরা।

| Jul 31, 2024, 11:20 AM IST

অয়ন ঘোষাল: মঙ্গলবার মুম্বই মেলের দুর্ঘটনার জেরে আজ, বুধবারও ভোগান্তি চলছে নিত্যযাত্রীদের। বুধবারও বাতিল বহু ট্রেন। ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ বা ট্রেনের রুট সাময়িক বদলের জেরে খুবই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি 'ডাইভারসন' ও 'শর্ট টার্মিনেশনে'র কোপে পড়ছে বেশ কিছু ট্রেন।

1/6

বাতিল

০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল এবং ০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু স্পেশাল-- আপ ও ডাউনে দুটি ট্রেনই আজ বাতিল করা হয়েছে।

2/6

ঘুরপথে

বেশ কিছু ট্রেনের ডাইভারসনও ঘটানো হয়েছে। যেমন, ১২৩৭৬ জসিডি-তামবারাম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটি ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য রুটে। ডাইভারসন হয়েছে ২২৫১১ মুম্বই এলটিটি-কামাখ্যা জং কর্মভূমি এক্সপ্রেসটিরও।

3/6

সংক্ষিপ্তকরণ

আবার শর্ট টার্মিনেশন বা রুট সংক্ষিপ্তকরণও করা হচ্ছে কিছু ট্রেনের। যেমন, ১৩২৮৭ দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেস জারসুগুদাতেই থেমে যাবে। একই ভাবে ১৩২৮৮ আরা দুর্গ সাউথ বিহার এক্সপ্রেসও টাটা নগরে থেমে যাবে।

4/6

তাম্রলিপ্ত এক্সপ্রেস

লিংক রেকের দেরিতে চলার জন্য ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ সকাল ৬.৪৫-এর বদলে ছাড়ল সাড়ে দশটায়। পরিবর্তন ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসেও। ট্রেনটির দিঘা থেকে আজ সকাল ১০.৩৫-য়ে ছাড়ার কথা ছিল। ছাড়বে দুপুর ২টো ২০ মিনিটে।  

5/6

হাওড়া থেকে

২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেসটির আজ দুপুর ২টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। ছাড়বে সন্ধে ৬টা ১০ মিনিটে।

6/6

দিঘা থেকে

২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেসটির আজ দিঘা থেকে সন্ধে ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে!