জলের দরে নচ স্মার্টফোন দিয়ে বিপ্লব রিয়েলমি ২-র

Aug 28, 2018, 21:51 PM IST
1/10

রিয়েলমি ২

real_10

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল চিনা সংস্থা ওপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি ২ স্মার্টফোন। যদিও আত্মপ্রকাশের আগেই ফোনের বৈশিষ্ট্য ফাঁস হয়ে গিয়েছিল।   

2/10

রিয়েলমি ২

real_9

ভারতের পর দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ফোনটি প্রকাশ করা হবে। এক্সক্লুসিভভাবে ফ্লিপকার্টে মিলবে এই স্মার্টফোন। 

3/10

রিয়েলমি ২

real_8

ভারতীয় বাজারে ১০ হাজারের চেয়েও কম দামে মিলবে এই নচ স্মার্টফোন। নীল, কালো ও লাল রঙে ফোনটি পাওয়া যাবে। 

4/10

রিয়েলমি ২

real_7

৩ জিবি রম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি রম ও ৬৪ জিবি স্টোরেজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে ওপ্পো।

5/10

রিয়েলমি ২

real_6

৩ জিবি রমের ফোনটির দাম ৮,৯৯০ টাকা। ৪ জিবি রমের ফোনটির দাম ১০,৯৯০ টাকা।

6/10

রিয়েলমি ২

real_5

৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ফোনটি বিক্রি শুরু হবে ফ্লিপকার্টে। ডায়মন্ড ব্লু ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে অক্টোবরে। 

7/10

রিয়েলমি ২

real_4

রিয়েলমি ২ নচযুক্ত ৬.২ ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে। ফোনে রয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। 

8/10

রিয়েলমি ২

real_3

পিছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। নিজস্বীর জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

9/10

রিয়েলমি ২

real_2

এই ফোনে সবচেয়ে আকর্ষণীয় ফিচার ৩টি সিম। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক, ফেসিয়াল লক ও স্মার্ট লকের মতো সুবিধা। 

10/10

রিয়েলমি ২

real_1

৮.১ অপারেটিং সিস্টেমে কাজ করে ফোনটি।