রোহিঙ্গা থেকে গণচিতা- কান্দাহরে নিহত চিত্রসাংবাদিক দানিশের তোলা নানা ছবি দেখুন

Jul 16, 2021, 17:36 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: কখনও ফ্রেমবন্দি হয়েছে নেপালের ভূমিকম্প, কখনও দিল্লির দাঙ্গা, হংকংয়ের প্রতিবাদ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে চিতা জ্বলার ছবিও উঠে এসেছে তাঁর ক্যামেরায়। কান্দাহরে তালিবানি হামলায় নিহত হলেন সেই ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। 

2/8

দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল শুরু হয়েছিল দেশে। গণচিতা জ্বলছিল। তেমনই এক হাড়হিম করা ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।  

3/8

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে শয্যা নেই হাসপাতালে। একটাই শয্য়ায় ঠাসাঠাসি করে দুই আক্রান্ত। দুজনের মুখেই অক্সিজেন মাস্ক।   

4/8

হলের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো স্ক্রিনে আটকে সিনেপ্রেমীদের চোখ। ভারতীয় সিনেমাকে নিয়ে দর্শকদের আগ্রহ ফুটে উঠেছে এই ছবিতে।       

5/8

নতুন তিনটি কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ।  

6/8

লাদাখে উড়ছে যুদ্ধবিমান। ভারত-চিন সংঘাতের আবহে তোলা এই ছবি। 

7/8

মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয়ের আশায় আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের ছবি তুলেছিলেন দানিশ।      

8/8

রোহিঙ্গা উদ্বাস্তু এক মহিলা সমুদ্রতট ছুঁয়ে দেখছেন। মর্মস্পর্শী এই মুহূর্তকে ক্যামেরায় ধরেছিলেন দানিশ। পেয়েছিলেন পুলিৎজার।