দেশের অন্য সব সম্প্রদায়ের মত সমকামীরাও এবার থেকে সমান অধিকার পাবেন, বৃহস্পতিবার এমনই রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পরই টুইট করেন অর্জুন কাপুর। তিনি বলেন, এই রায়ে তিনি খুশি। এবার থেকে দেশের সব মানুষ সমান অধিকার পাবেন বলেও মন্তব্য করেন তিনি
2/10
PIC9
সমকামিতা অপরাধ নয়, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রত্যেকে সমান অধিকার পাবে বলে মন্তব্য করেন অভিনেত্রী দিয়া মির্জা
photos
TRENDING NOW
3/10
PIC8
সুপ্রিম কোর্টের এই রায়ে নিজেকে গর্বিত ভারাতবাসী বলে মনে হচ্ছে, সমকামিতা অপরাধ নয়, এই রায়ের পর এমনই জানান অভিনেত্রী নিমরত কউর
4/10
PIC7
সমকামিতা অপরাধ নয়, বৃহস্পতিবার এমনই ঐতিহাসিক রায় দেন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি
5/10
PIC6
সমস্ত নাগরিকদের সমান অধিকার দিতে হবে, সমকামিতা অপরাধ নয়, এই নির্দেশ জানানোর পর এমনই জানায় দেশের শীর্ষ আদালত
6/10
PIC5
সমকামিতা অপরাধ নয়, শীর্ষ আদালতের নির্দেশের পরই অভিষেক বচ্চনও টুইট করেন এ বিষয়ে