রেলের ইতিহাসে প্রথমবার! সংরক্ষিত আসনের যাত্রীর নাম 'মহাকাল', উদ্বোধন করলেন মোদী

Feb 17, 2020, 17:05 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: একটি ট্রেনের আসন সংরক্ষণ করে দেওয়া হয়েছে 'ঈশ্বর'-এর নামে। ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার ট্রেনের কামরার একটি আসন রীতিমতো মন্দিরের চেহারা নিয়েছে। 

2/7

রবিবার বারাণসী থেকে কাশী মহকাল এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ট্রেনের বি৫ কোচের ৬৪ নম্বর আসনটি সংরক্ষিত করা হয়েছে মহাকালের নামে।

3/7

শুধু তাই নয়, মহাকালের ছবি রেখে পুজোঅর্চনাও করেছেন রেলের আধিকারিকরা। 

4/7

আইআরসিটিসি পর্যটনের অধিকর্তা রজনি হাসিজা জানান, ওই আসনটি মহাকালের জন্য় সংরক্ষিত থাকবে।

5/7

ইন্দোরের ওমকারেশ্বর, উজ্জয়নের মহাকালেশ্বর ও বারাণসীর কাশী বিশ্বনাথ-  তিনটি জ্য়োর্তিলিঙ্গকে রেলপথে যুক্ত করেছে ট্রেনটি। 

6/7

রেল সূত্রে খবর, ট্রেনে ভক্তিগীতি বাজানো হবে। যাত্রীরা পাবেন নিরামিষ খাবার। 

7/7

বলে রাখি, এটি দেশের তৃতীয়  বেসরকারি ট্রেন। ট্রেন চালানোর দায়িত্ব রয়েছে আইআরসিটিসি। বারাণসী থেকে মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টো ৪৫ মিনিটে ও রবিবার দুপুর ৩টে ১৫ মিনিট রওনা দেবে ট্রেনটি।