মরশুমের প্রথম ইলিশ উঠল দিঘায়, কয়েকদিনের মধ্যে আসছে রাজ্যের সব বাজারে

Jul 06, 2020, 10:03 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : মরশুমের প্রথম ইলিশ উঠল দিঘায়। আশানুরূপ বেশ বড় মাপের ইলিশ-ই উঠল দিঘায়। 

2/6

৮০০ থেকে ১ কেজির উপর ওজনের ইলিশ উঠেছে। দিঘা মোহনা বাজারে সেই ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। 

3/6

গত ১ জুলাই ইলিশ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেয় বড় ট্রলার ও ভাসানি। সেগুলির মধ্যে কয়েকটি ট্রলার ভিড়েছে দিঘা মোহনায়। 

4/6

মৎস্যজীবীরা জানাচ্ছেন, সমুদ্রে ইলিশ ধরা পড়ার আবহ তৈরি হয়েছে। যা এতদিন ছিল না। এমনকি গতবছরও ছিল না এমন ইলিশ ধরার অনুকূল পরিবেশ।

5/6

ইলশেগুঁড়ি বৃষ্টি সহ পুবালি হাওয়া বইছে। আরও ইলিশ ধরা পড়বে আর আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার প্রতিটি বাজারে ইলিশ দেখা যাবে।   

6/6

এমনটাই আশা করছেন দিঘার মৎসজীবীরা। ইলিশের দেখা মেলায় ট্রলার মালিক থেকে ব্যবসায়ী, মৎস্যজীবী সবার মনেই খুশির জোয়ার।