1/7
অপূর্ব দৃশ্যের জন্ম হয়
2/7
উত্তরের সর্বশেষ ভূমি
photos
TRENDING NOW
3/7
এলেম নতুন দেশে
4/7
গ্রিনল্যান্ড
5/7
ওদাকের খোঁজে
ঘটনা হল-- ডেনমার্ক ও সুইজারল্যান্ডের একদল গবেষক ওদাক দ্বীপ থেকে নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন। দ্বীপটির অবস্থানের ভূগোল অনুযায়ী জায়গামতো পৌঁছন তাঁরা। হেলিকপ্টার অবতরণ করান। কিন্তু কর্দমাক্ত দ্বীপটিতে নেমে তাঁরা অবাক হন। ওদাক দ্বীপের সঙ্গে কোনও মিলই খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। এই অবস্থায় তাঁরা আর্কটিক অঞ্চলের এলাকা অবস্থান চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আর তখনই তাঁরা জানতে পারেন, ওটি মোটেই ওদাক দ্বীপ নয়! বরং তাঁরা উক্ত দ্বীপটি থেকে আরও ৮০০ মিটার উত্তরে চলে এসেছেন!
6/7
নুড়িপাথর আর কাদায় পরিপূর্ণ
7/7
গবেষণা
photos