SBI গ্রাহকদের জন্য সুখবর, কমল সেভিংসে মিনিমাম ব্যালেন্স

Aug 08, 2018, 18:51 PM IST
1/13

SBI

SBI

এসবিআই গ্রাহকদের জন্য বড় সুখবর।

2/13

SBI12

SBI12

সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের পরিমাণ একধাক্কায় অনেকখানি কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক।

3/13

SBI11

SBI11

প্রায় ৪০ শতাংশেরও বেশি কমানো হল ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ।

4/13

SBI10

SBI10

গ্রাম, আধা শহর, শহর, মেট্রো-এই ৪ ভাগে গ্রাহকদের ভাগ করেছিল এসবিআই।

5/13

SBI9

SBI9

মিনিমাম ব্যালেন্সের পরিমাণ এক এক জায়গার জন্য এক একরকম।

6/13

SBI8

SBI8

মেট্রো শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ৩০০০ টাকা।

7/13

SBI7

SBI7

শহরের ক্ষেত্রেও মিনিমাম ব্যালেন্সের পরিমাণ ৩০০০ টাকা।

8/13

SBI6

SBI6

আধা-শহরের ক্ষেত্রে টাকার অঙ্কটা ২০০০ টাকা।

9/13

SBI5

SBI5

আর গ্রামের গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ১০০০ টাকা

10/13

SBI4

SBI4

মিনিমাম ব্যালেন্স না থাকলে জরিমানা করা হবে। তবে জরিমানার অঙ্কে তারতম্য রয়েছে।

11/13

SBI3

SBI3

মেট্রো এবং শহরের ক্ষেত্রে ৫০ শতাংশ বা তার কম ঘাটতি থাকলে ১০ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ১২ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১৫ টাকা জরিমানা করা হবে।

12/13

SBI2

SBI2

আধা-শহরের ৫০ শতাংশ বা তার কম ঘাটতি হলে ৭.৫ টাকা,  ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ১০ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১২ টাকা জরিমানা করা হবে।

13/13

SBI1

SBI1

গ্রামে ৫০ শতাংশ বা তার কম ঘাটতিতে ৫ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ৭.৫ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১০ টাকা জরিমানা হবে।