প্রায় ৪০ শতাংশেরও বেশি কমানো হল ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ।
4/13
SBI10
গ্রাম, আধা শহর, শহর, মেট্রো-এই ৪ ভাগে গ্রাহকদের ভাগ করেছিল এসবিআই।
5/13
SBI9
মিনিমাম ব্যালেন্সের পরিমাণ এক এক জায়গার জন্য এক একরকম।
6/13
SBI8
মেট্রো শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ৩০০০ টাকা।
7/13
SBI7
শহরের ক্ষেত্রেও মিনিমাম ব্যালেন্সের পরিমাণ ৩০০০ টাকা।
8/13
SBI6
আধা-শহরের ক্ষেত্রে টাকার অঙ্কটা ২০০০ টাকা।
9/13
SBI5
আর গ্রামের গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ১০০০ টাকা
10/13
SBI4
মিনিমাম ব্যালেন্স না থাকলে জরিমানা করা হবে। তবে জরিমানার অঙ্কে তারতম্য রয়েছে।
11/13
SBI3
মেট্রো এবং শহরের ক্ষেত্রে ৫০ শতাংশ বা তার কম ঘাটতি থাকলে ১০ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ১২ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১৫ টাকা জরিমানা করা হবে।
12/13
SBI2
আধা-শহরের ৫০ শতাংশ বা তার কম ঘাটতি হলে ৭.৫ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ১০ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১২ টাকা জরিমানা করা হবে।
13/13
SBI1
গ্রামে ৫০ শতাংশ বা তার কম ঘাটতিতে ৫ টাকা, ৫১ শতাংশ থেকে ৭৫ শতাংশ ঘাটতি হলে ৭.৫ টাকা, ৭৫ শতাংশের বেশি ঘাটতি হলে ১০ টাকা জরিমানা হবে।