SBI-এর নতুন এই নিয়ম না জানলে কিন্তু আপনার পাঠানো টাকা চলে যাবে অন্য লোকের কাছে

Aug 27, 2018, 19:49 PM IST
1/5

প্রায় ১,৩০০ শাখার নাম ও IFSC বদলে ফেলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার দেশের সব থেকে বড় ব্যাঙ্কের তরফে এই কথা জানানো হয়েছে। গোটা দেশে প্রায় ১,৩০০ শাখার নাম ও IFSC বদলানো হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্কটি। 

2/5

গত বছর এপ্রিলে এসবিআই-এর সঙ্গে বিলয় ঘটে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। সঙ্গে ভারতীয় মহিলা ব্যাঙ্ক নামে একটি ব্যাঙ্কও মিশে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে। এর ফলেই শাখার নাম ও IFSC বদলাতে হয়েছে বলে জানিয়েছে SBI.

3/5

মোট ১,২৯৫টি শাখার নাম ও IFSC বদল হয়েছে বলে জানিয়েছে এসবিআই। 

4/5

গোটা বিশ্বের বৃহত্তম ব্যাঙ্কগুলির তালিকায় ৫৩ নম্বরে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্কটির মোট সম্পদের পরিমান ছিল ৩৩.৪৫ কোটি টাকা। 

5/5

গোটা দেশে মোট ২২,৪২৮টি শাখা রয়েছে এসবিআইয়ের। গোটা দেশের ব্যাঙ্কিং ব্যবসার প্রায় ২৩ শতাংশ রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের অধীনে।