তেলেনিপাড়ায় ঢুকতে বাধা, পুলিসের সামনেই রাস্তায় বসে বিক্ষোভে লকেট-সায়ন্তনের

Jun 05, 2020, 21:48 PM IST
1/5

ভদ্রেশ্বর আঙ্গাস মোড়ে বিজেপির সায়ন্তন বসুকে আটকে দেয় পুলিস। এর প্রতিবাদে, জিটি রোডের ওপরই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সায়ন্তন বসু ও বিজেপি সমর্থকরা। বন্ধ হয়ে রয়েছে যান চলাচল। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়।   

2/5

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। এরপর খানিকক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে নিরাপত্তার কারণে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা রয়েছে।   

3/5

তেলিনিপাড়া কাণ্ডে বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও তাদের অবিলম্বে জামিনের জন্য বিগত দুদিন ধরে, ভদ্রেশ্বর থানার সামনে হুগলী জেলা বিজেপি সংগঠনের তরফে চলছে লাগাতার অবস্থান-বিক্ষোভ।   

4/5

আজ সেখানেই যোগদান করতে কলকাতা থেকে যাচ্ছিলেন সায়ন্তন বসু। তাঁকে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই, আঙ্গাস মোড়েই পুলিস পথ আটকে দেন। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে জিটি রোডের ওপরই বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন সায়ন্তন বসু ও বিজেপি কর্মী সমর্থকরা। 

5/5

তাদের বিক্ষোভের কারণে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। তাঁদের দাবি ছিল, বিজেপি নেতৃত্বকে তেলিনিপাড়া এলাকায় প্রবেশ করতে দিতে হবে, বার বার তাঁদের পথ আটকে বিজেপি কর্মীদের যে হেনস্থা করা হচ্ছে, প্রশাসনের তরফে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্য়ে সাংসদ লকেট চ্যাটার্জিও এসে সামিল হয়েছেন ওই বিক্ষোভে।