Udaipur: নবরাত্রি উপলক্ষ্যে দুর্গাপুজো,আবার মন্দিরের সামনেই রুটি করতে বসলেন Sara

Oct 09, 2021, 20:15 PM IST
1/6

উদয়পুরে সারা আলি খান

Sara Ali Khan's at Udaipur

 যাকে বলে কিনা পায়ের তলায় সর্ষে। কখনও লাদাখ, কখনও কাশ্মীর, কখনও আবার মালদ্বীপ, কয়েক মাসের  মধ্যে দেশ থেকে বিদেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সারাকে। আর এবার সারার গন্তব্য ছিল রাজস্থানের উদয়পুর। 

2/6

সারার নবরাত্রি উদযাপন

Sara's Navaratri Celebration

নবরাত্রি উপলক্ষ্যে উদয়পুরেই দুর্গাপুজো করতে দেখা গেল সারাকে। সইফ কন্যার এমন ছাপোষা জীবনযাপনে মুগ্ধ নেটিজেনরা। 

3/6

রুটি বানালেন সারা

Sara's ruti making

উদয়পুরে বেড়াতে গিয়ে সেখানকার এক মন্দিরের সামনে বসে রুটি বানাতেও বসে যান সারা আলি খান। ভাবুন, পতৌদি পরিবারের মেয়ের কাণ্ড...

4/6

উদয়পুরে দুর্গামন্দিরে সারা

Sara at Udaipur Devi Mandir

হলুদ সালোয়ার স্যুটে সেজে উদয়পুরের মনষাপূর্ণা কর্ণী মাতা মন্দিরে পুজো দিতে দেখা যায় সারা আলি খানকে। আর এই ছবিগুলো নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সারা। 

5/6

উদয়পুরের লেকে নৌকা বিহারে সারা

Sara in a Boat at Udaipur lake

উদয়পুরের লেকে নৌকা বিহারে দেখা যায় সারা আলি খানকে। তখনও সারা বেছে নিয়েছিলেন ছিমছাম সালোয়ার কুর্তা। 

6/6

বোহরা গণেশ মন্দিরে সারা

Sara at Udaipur Bohra Ganesh Temple

রাজস্থানের উদয়পুরে বিখ্যাত বোহরা গণেশ মন্দিরে দেখা যায় সারা আলি খান-কে। সেখানে গোলাপি রঙের ছিমছাম কুর্তা-পাজামায় দেখা যায় সারাকে।