'কেদারনাথ' মুক্তি পাওয়ার পর পরই বড়সড় ধাক্কা। উত্তরাখণ্ডে কোনওভাবেই এই সিনেমা দেখানো হবে না বলে হুমকি দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।
2/8
PIC7
'কেদারনাথ'-এ দুই ভিন্নধর্মী মানুষের মধ্যে ভালবাসার সম্পর্ক দেখিয়ে একটি সংশ্লিষ্ঠ সম্প্রদায়ের মানুষের বিশ্বাসের উপর আঘাত করা হয়েছে বলেও অভিযোগ কয়েকটি রাজনৈতিক সংগঠনের
photos
TRENDING NOW
3/8
PIC6
২০১৪ সালের ভয়াবহ দুর্যোগে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারনাথ, সেই ছবির মাঝে আচমকা দুই ভিন্নধর্মী মানুষের প্রেম তুলে ধরে 'লভ জিহাদ'-কে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে পরিচালক অভিষেক কাপুরের সিনেমার বিরুদ্ধে
4/8
PIC5
'কেদারনাথ'-এ 'লভ জিহাদ' দেখানো হয়েছে বলে অভিযোগ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের
5/8
PIC4
'কেদারনাথ'-এর ট্রেলর মুক্তি পাওয়ার পরই বিজেপি নেতা অজয় অজেন্দ্র দাবি করেছিলেন, এই সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়ার জন্য, এবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রুদ্রপ্রয়াগ এবং কোতদ্বারে সারার সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে
6/8
PIC3
হরিদ্বার, উধম সিং নগর এবং দেরাহদুনেও 'কেদারনাথ'-এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে
7/8
PIC2
নৈনিতালে 'ব্যান' করে দেওয়া হয়েছে 'কেদারনাথ'
8/8
PIC1
গত বছর রণবীর সিং, দীপিকা পাডুকনের 'পদ্মাবত' নিয়েও জোর বিতর্ক শুরু হয়, দেশের বেশ কিছু রাজ্যে 'ব্যান' করে দেওয়া হয় বনশালির এই সিনেমা